মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৬১
রিকাক অধ্যায়
সর্বাবস্থায় মিসকীন থাকার জন্য রাসূল ﷺ-এর দু'আ
৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, নবী ﷺ আল্লাহর কাছে দু'আ করতেনঃ
اَللّٰهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِيْ مِسْكِينًا، وَاحْشُرْنِيْ فِيْ زُمْرَةِ الْمَسَاكِيْنِ.
হে আল্লাহ! আমাকে মিসকীনের জীবন দান কর, মিসকীন অবস্থায় আমার মৃত্যু দান কর এবং মিসকীনদের সাথে আমার হাশর কর। [তিরমিযী ও বায়হাকী: শুয়াবুল ঈমান এবং ইবন মাজাহ হাদীসটি আবু সাঈদ (রা) সূত্রে বর্ণনা করেছেন]
اَللّٰهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِيْ مِسْكِينًا، وَاحْشُرْنِيْ فِيْ زُمْرَةِ الْمَسَاكِيْنِ.
হে আল্লাহ! আমাকে মিসকীনের জীবন দান কর, মিসকীন অবস্থায় আমার মৃত্যু দান কর এবং মিসকীনদের সাথে আমার হাশর কর। [তিরমিযী ও বায়হাকী: শুয়াবুল ঈমান এবং ইবন মাজাহ হাদীসটি আবু সাঈদ (রা) সূত্রে বর্ণনা করেছেন]
کتاب الرقاق
عَنْ أَنَسٍ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ . (رواه الترمذى والبيهقى فى شعب الايمان ورواه ابن ماجه عن ابى سعيد)
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ আমরণ মিসকীনের যিন্দেগী যাপন করেছেন। তিনি যেমন মিসকীনি যিন্দেগী পসন্দ করতেন, তেমনি মিসকীনদেরকে অন্তর দিয়ে ভালবাসতেন। তাঁর আসহাব অধিক সংখ্যক মিসকীন ছিলেন। তিনি তাদের খুব মহব্বতের সংগে তালিম-তারবিয়াত দিতেন, আর এসব গরীব-মিসকীন সাহাবীর দ্বারাই তিনি বাতিলের মোকাবিলা করেছেন। যাদের বিত্ত ও সহায়-সম্বল বেশি, তাদের দ্বারা সমাজ সংস্কার এবং তাবলীগের কাজ খুব কম হয়। ধন-দৌলতের রক্ষণাবেক্ষণে তাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায়। কিয়ামতের দিন সফলকামদের অধিকাংশ হবেন গরীব-মিসকীন। আল্লাহর ধনী নেক বান্দাগণ গরীব নেক বান্দাদের মত সহজে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্পদের হিসাব তাদের দিতে হবে। তাই নবী করীম ﷺ মিসকীনের যিন্দেগী চেয়েছেন, আজীবন মিসকীন হিসেবে ও মিসকীনদের সাথে বসবাস করেছেন এবং আখিরাতের যিন্দেগীতেও তাঁর হাশর মিসকীনদের সাথে চেয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)