মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৫৭
রিকাক অধ্যায়
প্রাচুর্যের যিন্দেগী পরিহার করার নসীহত
৫৭. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ তাঁকে ইয়েমেনে পাঠানোর সময় বললেন: প্রাচুর্যের যিন্দেগী সম্পর্কে সাবধান; অবশ্যই আল্লাহর বান্দাগণ আরাম-আয়েশের জীবন যাপনকারীদের অন্তর্গত নন। (মুসনাদে আহমদ)
کتاب الرقاق
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ بِهِ إِلَى الْيَمَنِ قَالَ : " إِيَّاكَ وَالتَّنَعُّمَ؛ فَإِنَّ عِبَادَ اللهِ لَيْسُوا بِالْمُتَنَعِّمِينَ " (رواه احمد)

হাদীসের ব্যাখ্যা:

যাহিদ বান্দারা আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে আল্লাহর দীনকে গালিব করার জন্য নিজেদের যাবতীয় যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োগ করেন। যাহিদ বান্দাগণ আল্লাহর সৈনিক হিসেবে জীবন যাপন করেন। ইসলামের পতাকা সমুন্নত করার জিহাদে কখন তাদের ঝাঁপিয়ে পড়তে হবে দিন-রাত তার প্রতীক্ষায় তারা থাকেন। আখিরাতের অনন্ত সুখ-শান্তির উদ্দেশ্যে দুনিয়ার ক্ষণস্থায়ী যিন্দেগী বিসর্জন দেয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত। তাই ধন-দৌলত উপার্জন করা অবৈধ না হলেও তারা নিজেদের সময় ও যোগ্যতাকে এ কাজে নিয়োজিত করেন না। দুনিয়ার জীবনের তারা এতটুকু প্রার্থী, যতটুকু তাদের ও পরিবার-পরিজনের প্রয়োজন পূরণের জন্য অপরিহার্য। মনে রাখতে হবে, নিজের ও পরিবার-পরিজনের ভরণ-পোষণের জন্য পরিশ্রম করা সওয়াবের কাজ। মু'মিন বান্দা এ যিম্মাদারী হাসি মুখে পালন করেন। তিনি নির্বোধ ও অবিবেচকের ন্যায় তার গোটা জীবন ও সময় এ কাজে নিয়োজিত করেন না। আল্লাহর বান্দা হিসেবে তার উপর আরো যে সব যিম্মাদারী রয়েছে, সে সবও তিনি পালন করেন। তিনি বিচক্ষণতার সাথে প্রতিটি যিম্মাদারী পালনের জন্য নিজের সময় বণ্টন করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান