মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৫৬
রিকাক অধ্যায়
যুহদকারীর তামাম কাজকর্ম হিকমতে ভরপুর
৫৬. হযরত আবু যর গিফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে বান্দা দুনিয়াতে যুহদ করবে, আল্লাহ তার কলবে হিকমত পয়দা করবেন। তার জিহ্বা দিয়েও হিকমতের কথা বলাবেন। তার চোখের মধ্যে ধরিয়ে দেবেন দুনিয়ার দোষ-ত্রুটি, তার রোগ-ব্যাধি ও তার চিকিৎসা এবং দুনিয়া থেকে তাকে নিরাপদে বের করে নিয়ে যাবেন দারুস সালাম-শান্তির গৃহে। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الرقاق
عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا زَهِدَ عَبْدٌ فِي الدُّنْيَا إِلَّا أَثْبَتَ اللهُ الْحِكْمَةَ فِي قَلْبِهِ ، وَأَنْطَقَ لَهَا لِسَانَهُ وَبَصَّرَهُ عَيْبَ الدُّنْيَا وَدَاءَهَا وَدَوَاءَهَا " . " وَأَخْرَجَهُ مِنْهَا سَالِمًا إِلَى دَارِ السَّلَامِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
ইতিপূর্বে দুনিয়াতে 'যুহদ' করার অর্থ কি, তা আলোচনা করা হয়েছে। সংক্ষেপে এ কথা স্মরণ রাখা দরকার যে, আখিরাতের মহব্বতে দুনিয়ার আরাম-আয়েশ ত্যাগ করা ও আখিরাতকে সফল ও সুন্দর করার জন্য দুনিয়ার যিন্দেগীতে সকল সম্ভাব্য উপায়ে চেষ্টা করা বা আল্লাহর পথে শ্রম, সম্পদ ও প্রাণ কুরবান করার জন্য সদা প্রস্তুত থাকা। পূর্বের হাদীসে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহ 'যাহিদ' বান্দাদের অন্তরে হিকমত ঢেলে দেন। আলোচ্য হাদীসে আরো সুস্পষ্টভাবে বলা হয়েছে, যাহিদ বান্দার জীবনে হিকমতের প্রতিফলন কিভাবে ঘটে। যিনি আল্লাহকে মহব্বত করেন, আখিরাতের গৃহকে সুন্দর করার জন্য দুনিয়ার অস্থায়ী ক্ষতি বরদাশত করেন, আল্লাহ তাঁর অন্তর, দৃষ্টি এবং জিহ্বার মধ্যে হিকমত সৃষ্টি করে দেন। এ ধরনের বান্দারা দুনিয়া ও আখিরাতের ব্যাপারে অন্তর দিয়ে যা অনুভব করেন তা সঠিক হয়, তাঁর মুখ দিয়ে যে কথা ও বাণী উচ্চারিত হয়, তা মানবজাতির জন্য অশেষ কল্যাণকর হয় এবং তিনি তাঁর সম্প্রসারিত দৃষ্টি দিয়ে নিজের ও সমাজের দোষ-ত্রুটি সহজে ধরতে পারেন।
সমাজ ও জাতির কল্যাণ কিভাবে হবে বা সমাজের সমস্যা, সঠিক সমাধান কি, তাও তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে। আল্লাহ তাঁর যাহিদ বান্দাদের প্রতি খুবই সন্তুষ্ট ও সদয়। তিনি তাদের উপর মেহেরবানীর বারি বর্ষণ করেন। তাই তারা যা অনুভব করেন তা হিকমত, যা বলেন তা হিকমত, যা দেখেন তা হিকমত এবং তাঁরা যা করেন তা হিকমত। এজন্য অন্য হাদীসে রাসূল ﷺ যাহিদ বান্দাদের সাহচর্য লাভের উপদেশ দিয়েছেন।
সমাজ ও জাতির কল্যাণ কিভাবে হবে বা সমাজের সমস্যা, সঠিক সমাধান কি, তাও তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে। আল্লাহ তাঁর যাহিদ বান্দাদের প্রতি খুবই সন্তুষ্ট ও সদয়। তিনি তাদের উপর মেহেরবানীর বারি বর্ষণ করেন। তাই তারা যা অনুভব করেন তা হিকমত, যা বলেন তা হিকমত, যা দেখেন তা হিকমত এবং তাঁরা যা করেন তা হিকমত। এজন্য অন্য হাদীসে রাসূল ﷺ যাহিদ বান্দাদের সাহচর্য লাভের উপদেশ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)