মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৪৯
রিকাক অধ্যায়
আল্লাহর রাসূল ﷺ-এর দৃষ্টিতে সবচেয়ে ঈর্ষা যোগ্য ব্যক্তি
৪৯. হযরত আবূ উমামা (রা) নবী ﷺ থেকে বর্ণনা করেন, নবী ﷺ বলেছেন: আমার কাছে আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে ঈর্ষার যোগ্য হ'ল ঐ মু'মিন যার পার্থিব বস্তু সামান্য, নামাযে যার বিরাট অংশ, খুব সুন্দরভাবে যে তার রব্বের ইবাদত করে, খুব গোপনে আল্লাহর আনুগত্য করে, যে মানুষের দৃষ্টির অন্তরালে, কেউ (তার এসব কাজের জন্য) যার দিকে আঙ্গুল দিয়েও ইশারা করে না, যার রিযক সামান্য, কিন্তু সে তাতে সবর করে। অতঃপর নবী ﷺ হাতের আঙ্গুল দিয়ে শব্দ করে বললেনঃ যার শীঘ্র মৃত্যু হল, যার জন্য কাঁদল অল্প সংখ্যক এবং যার পরিত্যক্ত সম্পদ খুবই অল্প। (মুসনাদে আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الرقاق
عَنْ أَبِي أُمَامَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « إِنَّ أَغْبَطَ أَوْلِيَائِي عِنْدِي لَمُؤْمِنٌ خَفِيفُ الْحَاذِ ذُو حَظٍّ مِنَ الصَّلَاةِ ، أَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ وَأَطَاعَهُ فِي السِّرِّ ، وَكَانَ غَامِضًا فِي النَّاسِ لَا يُشَارُ إِلَيْهِ بِالْأَصَابِعِ ، وَكَانَ رِزْقُهُ كَفَافًا فَصَبَرَ عَلَى ذَلِكَ » ، ثُمَّ نَقَرَ بِإِصْبَعَيْهِ فَقَالَ : « عُجِّلَتْ مَنِيَّتُهُ قَلَّتْ بَوَاكِيهِ قَلَّ تُرَاثُهُ » (رواه احمد والترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ এর এ বাণীর মর্ম এই যে, যদিও আমার বন্ধুদের এবং আল্লাহর প্রিয়পাত্রদের অবস্থা ও রং বিভিন্ন হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশী ঈর্ষণীয় জীবনের অধিকারী হচ্ছে ঐসব ঈমানদার বান্দারা, যাদের অবস্থা এই যে, তাদের দুনিয়ার জীবন-উপকরণ এবং সম্পদ ও পোষ্য কম, কিন্তু নামায ও অন্যান্য এবাদতে তাদের অংশ উল্লেখযোগ্য। এতদসত্ত্বেও তারা এমন অপরিচিত ও অখ্যাত যে, তাদের চলাফেরার সময় কেউ তাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করে একথা বলে না যে, ইনি অমুক বুযুর্গ বা অমুক সাহেব। তাদের জীবিকা কেবল জীবন ধারণের মত, কিন্তু তারা এতে অন্তর থেকেই সন্তুষ্ট ও পরিতৃপ্ত। যখন মৃত্যুর সময় এসে গেল, তখন একেবারে সহজে বিদায়। তাদের পশ্চাতে না থাকে প্রচুর সম্পদ, না থাকে আসবাবপত্র, বাড়ী-ঘর ও বাগান-খামার বন্টনের ঝামেলা, আর না দেখা যায় তাদের উপর ক্রন্দনকারীণী মহিলাদের ভীড়।
নিঃসন্দেহে আল্লাহর এসব বান্দাদের জীবন খুবই ঈর্ষণীয়। আর আল্লাহর শোকর যে, এ ধরনের জীবনের অধিকারী মানুষ থেকে আমাদের এ পৃথিবী এখনও খালি নয়।
নিঃসন্দেহে আল্লাহর এসব বান্দাদের জীবন খুবই ঈর্ষণীয়। আর আল্লাহর শোকর যে, এ ধরনের জীবনের অধিকারী মানুষ থেকে আমাদের এ পৃথিবী এখনও খালি নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)