মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৪৮
রিকাক অধ্যায়
আল্লাহ তা'আলার পক্ষ থেকে সম্পদ ও প্রাচুর্যের প্রস্তাব সত্ত্বেও হুযূর (ﷺ) দারিদ্র্যকেই বরণ করে নিলেন
৪৮. হযরত আবূ উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ্ তা'আলা আমার কাছে এ প্রস্তাব রাখলেন যে, তিনি আমার জন্য মক্কার প্রান্তরকে সোনা বানিয়ে দেবেন। (অর্থাৎ, তুমি যদি সম্পদশালী হতে চাও, তাহলে আমি মক্কার প্রান্তরকে সোনা দিয়ে ভরে দেব।) আমি বললাম, হে আমার রব! আমি এটা চাই না; বরং আমি এক দিন পেট ভরে আহার করব, আর এক দিন উপোস করব। যখন আমার ক্ষুধা লাগবে, তখন আপনাকে স্মরণ করব এবং কান্নাকাটি করব, আর যখন পেট ভরে খাব, তখন আপনার প্রশংসা ও শুকরিয়া আদায় করব। -মুসনাদে আহমাদ, তিরমিযী
کتاب الرقاق
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا ، قُلْتُ : لاَ يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا ، فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ ، وَإِذَا شَبِعْتُ حَمِدْتُكَ وَشَكَرْتُكَ . (رواه احمد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ অভাব-অনটনের যে জীবন কাটিয়েছেন এটা তিনি নিজেই পছন্দ করে নিয়েছিলেন এবং নিজের প্রতিপালকের কাছ থেকে তিনি এটা চেয়ে নিয়েছিলেন। তাই এটা দারিদ্র্য নয়; বরং দুনিয়ার প্রতি ইচ্ছাকৃত নির্লিপ্ততা।
(হুযুর ﷺ এর জীবন ও জীবিকা সম্পর্কে পৃথক কিছু হাদীস একটু পরেই পৃথক শিরোনামে আনা হবে।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান