মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৪৭
রিকাক অধ্যায়
হুযুর (ﷺ)-এর বাণী: আমাকে ব্যবসা ও অর্থ সঞ্চয়ের নির্দেশ দেওয়া হয়নি
৪৭. হযরত জুবাইর ইবনে নুফাইর (রহঃ) থেকে মুরসাল পদ্ধতিতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমাকে ওহীর মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়নি যে, আমি যেন অর্থ-সম্পদ জমা করি এবং ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি; বরং আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন আমার প্রতিপালকের সপ্রশংস তসবীহ পাঠ করি ও সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকি এবং আমৃত্যু তাঁর এবাদত করে যাই। শরহুস সুন্নাহ
کتاب الرقاق
عَنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ مرسلاً قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَا أَوْحَى اللهُ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ وَلَكِنْ أَوْحَى إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ » (رواه فى شرح السنة)
হাদীসের ব্যাখ্যা:
শরীঅতের নীতি ও বিধানের ব্যাপারে যাদের কিছুটা জ্ঞান আছে, তারা জানে যে,
ব্যবসা-বাণিজ্য এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কোন নাজায়েয বিষয় নয় এবং শরীঅতের বিধি-বিধানের একটা বিরাট অংশ ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আর্থিক লেনদেনের সাথেও সংশ্লিষ্ট; বরং রাসূলুল্লাহ ﷺ স্বয়ং ঐসব ব্যবসায়ীদের বিরাট ফযীলত ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যারা আমানতদারী, সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর যে বিশেষ অবস্থান ও মর্যাদা ছিল এবং আল্লাহ্ তা'আলা তাঁর দ্বারা যে কাজ নিতে চেয়েছিলেন, এতে ব্যবসার মত কোন বৈধ অর্থকরী পেশায়ও তাঁর জড়িত হওয়ার অবকাশ ছিল না। সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে অল্পেতুষ্টি এবং তাওয়াক্কুলের বিরাট সম্পদ দান করে এ চিন্তা থেকে মুক্তও করে দিয়েছিলেন।
তাই রাসূলুল্লাহ ﷺ এর এ হাদীসের মর্ম এটাই যে, আমাকে তো ঐসব কাজেই নিয়োজিত থাকতে হবে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাজ ব্যবসা-বাণিজ্য ও অর্থ সঞ্চয় করা নয়।
রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের মধ্যেও যারা নিজেদের জন্য খাঁটি তাওয়াক্কুলের জীবন পছন্দ করে এবং এ পথের কঠিন পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করার সাহস রাখে, এর সাথে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াক্কুলের সম্পদও যদি তারা লাভ করে থাকে, তাহলে তাদের জন্যও নিঃসন্দেহে এটাই উত্তম। কিন্তু যাদের অবস্থা এমন নয়, তাদের জন্য অর্থ উপার্জনের কোন বৈধ পেশা অবলম্বন করা, বিশেষ করে আমাদের এ যুগে খুবই জরুরী।
ব্যবসা-বাণিজ্য এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা কোন নাজায়েয বিষয় নয় এবং শরীঅতের বিধি-বিধানের একটা বিরাট অংশ ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আর্থিক লেনদেনের সাথেও সংশ্লিষ্ট; বরং রাসূলুল্লাহ ﷺ স্বয়ং ঐসব ব্যবসায়ীদের বিরাট ফযীলত ও মর্যাদার কথা বর্ণনা করেছেন, যারা আমানতদারী, সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করে থাকে। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর যে বিশেষ অবস্থান ও মর্যাদা ছিল এবং আল্লাহ্ তা'আলা তাঁর দ্বারা যে কাজ নিতে চেয়েছিলেন, এতে ব্যবসার মত কোন বৈধ অর্থকরী পেশায়ও তাঁর জড়িত হওয়ার অবকাশ ছিল না। সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে অল্পেতুষ্টি এবং তাওয়াক্কুলের বিরাট সম্পদ দান করে এ চিন্তা থেকে মুক্তও করে দিয়েছিলেন।
তাই রাসূলুল্লাহ ﷺ এর এ হাদীসের মর্ম এটাই যে, আমাকে তো ঐসব কাজেই নিয়োজিত থাকতে হবে, আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাজ ব্যবসা-বাণিজ্য ও অর্থ সঞ্চয় করা নয়।
রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের মধ্যেও যারা নিজেদের জন্য খাঁটি তাওয়াক্কুলের জীবন পছন্দ করে এবং এ পথের কঠিন পরীক্ষা ও বিপদের উপর ধৈর্য ধারণ করার সাহস রাখে, এর সাথে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াক্কুলের সম্পদও যদি তারা লাভ করে থাকে, তাহলে তাদের জন্যও নিঃসন্দেহে এটাই উত্তম। কিন্তু যাদের অবস্থা এমন নয়, তাদের জন্য অর্থ উপার্জনের কোন বৈধ পেশা অবলম্বন করা, বিশেষ করে আমাদের এ যুগে খুবই জরুরী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)