মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৩১
রিকাক অধ্যায়
দুনিয়াদার ব্যক্তি গুনাহ্ থেকে বাঁচতে পারে না
৩১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: এমন কেউ আছে কি, যে পানিতে হাঁটল অথচ পানিতে তার পা সিক্ত হল না? তারা (সাহাবায়ে কিরাম) বললেনঃ হে আল্লাহর রাসূল! এ হতে পারে না। তিনি বললেন, এভাবে দুনিয়াদার ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الرقاق
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " هَلْ مِنْ أَحَدٍ مَشَى عَلَى الْمَاءِ إِلَّا ابْتَلَّتْ قَدَمَاهُ؟ " قَالُوا : لَا يَا رَسُولَ اللهِ , قَالَ : " كَذَلِكَ صَاحِبُ الدُّنْيَا لَا يَسْلَمُ مِنَ الذُّنُوبِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়াদার ব্যক্তি দুনিয়ার উপায়-উপকরণ আহরণ ও তা উপভোগের মধ্যে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত রাখে। নিজের যাবতীয় প্রচেষ্টা-যোগ্যতা দুনিয়ার আরাম-আয়েশের শ্রীবৃদ্ধিকরণে ব্যয়িত হয়। দুনিয়ার ধন-দৌলত উপার্জন ছাড়া যে জীবনের আরো কোন মহৎ লক্ষ্য রয়েছে, তা দুনিয়াদার ব্যক্তির কল্পনায়ও স্থান পায় না। এ ধরনের ব্যক্তি যখন দুনিয়ার অন্বেষণে বের হয়, তখন দুনিয়ার যাবতীয় গোলামী কবুল করতে ইতস্তত করে না। দুনিয়াকে হাসিলের জন্য সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করে। এভাবে দুনিয়া প্রেমিক ব্যক্তি দুনিয়ার উপায়, উপকরণের সঙ্গে দোযখের উপায়-উপকরণ অর্থাৎ পাপ হাসিল করে।
দুনিয়ার যাবতীয় উপায়-উপকরণ মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে তারও বিধি-বিধান তিনি নির্ধারণ করে দিয়েছেন। মানুষের কল্যাণের মহান উদ্দেশ্যে এবং আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকে দুনিয়ার উপায়-উপকরণ আহরণের মধ্যে কোনরূপ বাধা নেই, বরং তাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে।
দুনিয়ার যাবতীয় উপায়-উপকরণ মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে তারও বিধি-বিধান তিনি নির্ধারণ করে দিয়েছেন। মানুষের কল্যাণের মহান উদ্দেশ্যে এবং আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকে দুনিয়ার উপায়-উপকরণ আহরণের মধ্যে কোনরূপ বাধা নেই, বরং তাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)