মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ২৬
রিকাক অধ্যায়
দুনিয়ার প্রতি ঘৃণা: দুনিয়া আল্লাহর কাছে ছোট কানওয়ালা মৃত ছাগলছানার চেয়েও নগণ্য
২৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ একটি ছোট মৃত ছাগলছানার নিকট দিয়ে যাওয়ার সময় (তাঁর সঙ্গীদেরকে) বললেনঃ তোমাদের কে এটাকে এক দিরহামে পেতে চাও? তারা বলল, আমরা তা কোন কিছু দিয়ে খরিদ করতে ইচ্ছুক নই। তিনি বললেন, আল্লাহর কসম! তোমাদের কাছে এটা যতটুকু নগণ্য, দুনিয়া আল্লাহর কাছে তার চেয়ে আরও বেশি নগণ্য। (মুসলিম)
کتاب الرقاق
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ ، فَقَالَ : « أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟ » فَقَالُوا : مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ ، قَالُوا : « فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ ، مِنْ هَذَا عَلَيْكُمْ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার প্রলোভন ও চাকচিক্য মানুষকে আখিরাতের জীবন থেকে গাফিল করে রাখে। মানুষ ক্ষণস্থায়ী দুনিয়ার ততোধিক ক্ষণস্থায়ী জিনিস লাভ করার জন্য জীবনের সুখ-শান্তি, আদর্শ-নীতি-বিশ্বাস ত্যাগ করতেও কুণ্ঠিত হয় না। দুনিয়া হাসিলের জন্য মানুষ অনুচিত ও গর্হিত কাজে লিপ্ত হওয়ার কারণ হল, সে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব পুরোপুরি অনুধাবন করতে পারে না। অধিকন্তু মানুষ আখিরাতের জীবনের সীমাহীন অফুরন্ত নিয়ামত সম্পর্কে কোন ধারণা না রাখার দরুন আখিরাতের যিন্দেগী সুন্দর ও সুখী করার জন্য যে কঠিন প্রচেষ্টার প্রয়োজন, তা করতে অপারগ হয় বা তা করতে কোন ইচ্ছা করে না। তাই নবী করীম ﷺ বিভিন্ন হাদীসে আখিরাতের জীবনের স্থায়িত্ব ও দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। বিভিন্ন উদাহরণের মাধ্যমে মানুষকে আখিরাতের জীবন সম্পর্কে প্রেরণা দিয়েছেন। মৃত ছাগলছানা যেরূপ কোন উপকারী বস্তু নয় এবং বিনাপয়সায়ও মানুষ তা নিতে চায় না, সেরূপ নগণ্য মূল্যের বন্ধু হল আমাদের চাকচিক্যময় পৃথিবী। এর বাস্তব অবস্থা সম্পর্কে যারা জ্ঞান রাখেন, তাঁরা এটাকে তুচ্ছ জ্ঞান করতে পারেন। মৃত ছাগলছানাকে যে আঁকড়ে থাকবে, সে তার নিজের উপর ভারী অন্যায় করবে। কোন দিক থেকেই সে লাভবান হবে না, বরং সর্বদিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। অনুরূপভাবে যে দুনিয়াকে আঁকড়ে থাকতে চাইবে, সে নিজের উপর ভারী যুলম করবে এবং দুনিয়া ও আখিরাতের অশান্তি আহ্বান করবে।

চিন্তাশীলদের জন্য জীবনের সকল ক্ষেত্রে শিক্ষা রয়েছে। মৃত ছাগলছানার দিকে মানুষ তাকাতেও চায় না, তার দুর্গন্ধ থেকে দূরে থাকতে চায়। কিন্তু সন্ধানী মুসলমানদের নিকট এ ধরনের জিনিসের মধ্যেও শিক্ষা রয়েছে। এভাবে নবী করীম ﷺ তাবলীগের বাস্তবধর্মী পদ্ধতি অবলম্বন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান