মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ২২
রিকাক অধ্যায়
সামান্য তীব্র বাতাসে সাহাবাগণ কিয়ামতের ভয়ে মসজিদে দৌড়াতেন
২২. নযর তাবিঈ থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা)-এর একবার অন্ধকারময় ধূলি-ঝড় এসেছিল। আমি তাঁর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম আবু হামযা! রাসূলুল্লাহ ﷺ-এর সময়ে কি আপনাদের উপর এরূপ ধূলি-ঝড় প্রবাহিত হয়েছিল? তিনি বলেন: আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তখন বাতাস সামান্য তীব্র হলে কিয়ামতের ভয়ে আমরা মসজিদের দিকে দৌড়ে যেতাম। (আবু দাউদ)
کتاب الرقاق
عَنِ النَّضْرِ قَالَ : كَانَتْ ظُلْمَةٌ عَلَى عَهْدِ أَنَسٍ فَأَتَيْتُهُ ، فَقُلْتُ : يَا أَبَا حَمْزَةَ هَلْ كَانَ هَذَا يُصِيبُكُمْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ : « مَعَاذَ اللَّهِ ، إِنْ كَانَتِ الرِّيحُ لَتَشْتَدُّ فَنُبَادِرُ الْمَسْجِدَ مَخَافَةَ اَنْ تَكُوْنَ الْقِيَامَةِ » (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
সাহাবায়ে কিরাম (রা) আল্লাহর নিয়ামতকে যেমন ভালবাসতেন, তেমনি তাঁর গযবকে ভয় করতেন। মেঘ-বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দ্বারা পূর্ববর্তী বিভিন্ন জাতির ধ্বংস সাধন হওয়ার কারণে মেঘ-বৃষ্টি বা ঝড়ো-হাওয়া প্রবাহিত হতে দেখলে নবী করীম ﷺ-এর ন্যায় তাঁর সাহাবায়ে কিরামও খুব ভয় পেতেন। তাঁরা ভাবতেন হয়ত আল্লাহ তা'আলা তাঁদের জাতিকে আযাব দেয়ার জন্য মেঘ ও ঝড় নামিয়ে দিয়েছেন। তাই আল্লাহর কাছে তাঁরা সাহায্যও প্রার্থনা করতেন। বস্তুত যাদের অন্তরে আল্লাহ-ভীতি সদা জাগ্রত, একমাত্র তাঁরাই এরূপ করতে পারেন। আফসোস, আমাদের যুগে মানুষ বিলকুল গাফিল, আযাবকে চোখের সামনে দেখেও কোনরূপ সবক হাসিল করতে চায় না। আল্লাহ আমাদের মনে তাঁর ভীতি সৃষ্টি করুন এবং আমরাও যেন সাহাবায়ে কিরামের মত আল্লাহকে ভয় করে জীবনের যাবতীয় কাজ সম্পাদন করতে শিখি। আমিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)