মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ১৫
রিকাক অধ্যায়
আল্লাহর ভয়ে নিজের মৃত দেহ পোড়ানোর ওসীয়তকারীকে তিনি মাফ করে দিয়েছেন
১৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: এক ব্যক্তি তার নিজের নফসের উপর যুলম করে। তার মৃত্যু উপস্থিত হলে সে তার ছেলেদেরকে ওসীয়ত করল, সে মারা গেলে তারা যেন তাকে আগুনে জ্বালিয়ে দেয়। তার অর্ধেক যেন স্থলে ছিটিয়ে দেয় এবং বাকি অর্ধেক সাগরে ভাসিয়ে দেয়। সে বলল, আল্লাহর শপথ, যদি আল্লাহ তাকে পাকড়াও করতে সক্ষম হন তাহলে তাকে এমন ভয়ানক শাস্তি দিবেন যা তিনি দুনিয়া জাহানে কাউকেও দিবেন না। তার মৃত্যু হলে সন্তানগণ তার ওসীয়ত মুতাবিক কাজ করল। অতঃপর আল্লাহ সাগরকে হুকুম করলেন এবং তাতে যা ছিল একত্র হল। স্থলকেও হুকুম করলেন এবং তাতে যা ছিল তাও একত্র হল। অতঃপর আল্লাহ তাকে বললেন, কেন তুমি এরূপ করলে? সে জবাব দিল, হে আল্লাহ! তুমি জান আমি তোমার ভয়ে এরূপ করেছিলাম। অতঃপর আল্লাহ তাকে মাফ করে দিলেন। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، : " اَسْرَفَ رَجُلٌ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ اَوْصَى بَيْنَهُ إِذَا مَاتَ فَحَرِّقُوهُ ، ثُمَّ اذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ ، فَوَاللهِ لَئِنْ قَدَرَ اللهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لَا يُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ ، فَلَمَّا مَاتَ الرَّجُلُ فَعَلُوا مَا أَمَرَهُمْ ، فَأَمَرَ اللهُ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ ، وَأَمَرَ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ ، ثُمَّ قَالَ : لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ : مِنْ خَشْيَتِكَ ، يَا رَبِّ وَأَنْتَ أَعْلَمُ ، فَغَفَرَ اللهُ لَهُ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাদীসে বর্ণিত ব্যক্তির সঠিক তরীকা জানা ছিল না। আল্লাহর নাফরমানী করার পর তার মনে ভীতির সঞ্চার হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মন্দ পদক্ষেপ গ্রহণ করে। মৃতদেহকে পোড়ান এবং সে ভস্ম জলে-স্থলে ছড়িয়ে দেয়া খুবই অন্যায় ও অবৈধ কাজ। কিন্তু উক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তা থেকে বাঁচার জন্য এরূপ কাজ করেছিল। তাই আল্লাহ তা'আলা লোকটির মৃত্যুকালীন মূর্খতা এবং পূর্ববর্তী অপরাধ মাফ করে দিয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আল্লাহ তাঁর বান্দার মনের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিফহাল। তাই তিনি কোন ব্যক্তিকে শাস্তিদান করলে বুঝতে হবে যে, তিনি তার উপর বিন্দুমাত্র যুলম করেননি এবং পুরোপুরি ইনসাফ করেছেন। কোন অপরাধীকে মাফ করে দিলে বুঝতে হবে যে, তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান