মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ১৪
রিকাক অধ্যায়
আল্লাহর ভয়ে শরীরের লোম শিউরে ওঠার সৌভাগ্য: এতে গুনাহ ঝরে পড়ে
১৪. হযরত আব্বাস (রা) থেকে বর্ণিত, এক মরফু হাদীস বলা হয়েছে: আল্লাহর ভয়ে বান্দার শরীরের লোম শিউরে উঠলে তার গুনাহ মরাগাছের পাতা ঝরার মত ঝরে পড়ে।
(আল-বাযযার)
کتاب الرقاق
عَنْ الْعَبَّاسِ رَفَعَهُ « إِذَا اقْشَعَرَّ جِلْدُ [ص : 149] الْعَبْدِ مِنْ خَشْيَةِ اللَّهِ ، تَحَاتَّتْ عَنْهُ خَطَايَاهُ كَمَا تَحَاتُّ عَنِ الشَّجَرَةِ الْبَالِيَةِ وَرَقُهَا » (رواه البزار)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর ভয়ে বান্দার শরীরের লোম শিউরে উঠার অর্থ হল বান্দা মানবীয় দুর্বলতার কারণে যা করেছে তা যে মন্দ ও অন্যায় এবং তার কৃত অপরাধের জন্য যে তাকে শাস্তি দান করা হবে, তা সে উপলব্ধি করেছে। মানুষ যখন অপরাধ স্বীকার করে অনুতপ্ত হয়, মনেপ্রাণে আল্লাহর আযাবকে ভয় করে এবং তা থেকে বাঁচতে চায়, তখন আল্লাহ তার অপরাধ মাফ করে দেন। যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহর শাস্তি থেকে মানুষ একমাত্র তখনই রক্ষা পেতে পারে যখন আল্লাহ দয়া পরবশ হয়ে তার কৃত অপরাধ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদেরকে তাঁর রহমতের চাদরে আবৃত রাখুন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান