মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ১১
রিকাক অধ্যায়
যে গুনাহর পরিণতির ভয় এবং আল্লাহর রহমতের আশা করে, সে নিরাপদ থাকবে
১১: আনাস (রা) থেকে বর্ণিত, নবী ﷺ মৃত্যুশয্যায় শায়িত এক যুবকের নিকট গেলেন। তিনি তাকে বললেনঃ তোমার কেমন লাগছে? সে জবাব দিল, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর রহমতের প্রত্যাশী এবং আমার গুনাহ সম্বন্ধে ভীত। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন: এ ধরনের পরিস্থিতিতে দুটো জিনিস (আল্লাহর রহমতের আশা এবং গুনাহর শাস্তির ভয়) যার হৃদয়ে একত্র হয়েছে আল্লাহ তাকে তা দান করবেন যা সে তাঁর কাছে (আল্লাহর কাছে) আশা করে এবং তাকে তা থেকে নিরাপদ রাখবেন যা থেকে সে ভয় করে। (তিরমিযী)
کتاب الرقاق
عَنْ أَنَسٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى شَابٍّ وَهُوَ فِي الْمَوْتِ ، فَقَالَ : كَيْفَ تَجِدُكَ؟ ، قَالَ : أَرْجُو اللَّهَ يَا رَسُولَ اللهِ ، وَإِنِّي أَخَافُ ذُنُوبِي ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَجْتَمِعَانِ فِي قَلْبٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو مِنْهُ وَآمَنَهُ مِمَّا يَخَافُ . (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যে মু'মিনের হৃদয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা এবং আযাবের ভয় রয়েছে, এ ধরনের ভীতি ও প্রত্যাশা তাকে দুনিয়ার যিন্দেগীতে মন্দ আমল ও যাবতীয় প্রলোভন থেকে দূরে রাখতে এবং সৎকর্মের জন্য কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে। যে ব্যক্তি আল্লাহর ভয় ও তাঁর রহমতের আশা অন্তরে নিয়ে জীবন যাপন করে, আশা করা যায় যে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে স্থান দিবেন। বস্তুত মু'মিন ব্যক্তির মনের এ ধরনের ভীতি ও প্রত্যাশা আখিরাতের যিন্দেগীর সাফল্যের চাবি। এজন্য আমরা প্রত্যহ দু'আ কুনুতের মধ্যে পড়ে থাকিঃ
نرجو رحمتك ونخشى عذابك
"আমরা তোমার রহমতের আশা করি এবং তোমার আযাবের ভয় করি।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান