মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ১২
রিকাক অধ্যায়
যে আল্লাহকে ভয় করেছে তাকে দোযখ থেকে বের করা হবে
১২: হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি নবী করীম ﷺ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ (কিয়ামতের দিন) বলবেন, যে আমাকে কোনদিন স্মরণ করেছে অথবা কোন স্থানে আমাকে ভয় করেছে, তাকে দোযখ থেকে বের কর। (তিরমিযী ও বায়হাকী, কিতাবুল বা'স ওয়ান নুশুর)
کتاب الرقاق
عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : يَقُولُ اللَّهُ جَلَّ ذِكْرُهُ أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ ذَكَرَنِي يَوْمًا أَوْ خَافَنِي فِي مَقَامٍ . (رواه الترمذى والبيهقى فى كتاب البعث والنشور)

হাদীসের ব্যাখ্যা:

শিরক ও কুফরের অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুরআন ও সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে বিবৃত রয়েছে যে, মুশরিক ও কাফিরগণ চিরদিন জাহান্নামে থাকবে। কাফির ও মুশরিকের কোন মঙ্গল কাজও কোন উপকারে আসবে না। তাই আলোচ্য হাদীসে যাদের উল্লেখ করা হয়েছে, তারা হল সে সব ব্যক্তি যারা আল্লাহতে বিশ্বাসী কিন্তু অপরাধের মধ্যে দিনরাত লিপ্ত। নেক আমলের কোন পাথেয় তাদের সাথে না থাকায় আল্লাহ তাদেরকে দোযখে নিক্ষেপ করবেন। কিন্তু ইহজীবনের কোন এক পর্যায়ে তারা আল্লাহকে স্মরণ করেছিল বা ভয় করেছিল। এজন্য আল্লাহ তা'আলা তাদের উপর দয়াপরবশ হয়ে তাদেরকে দোযখ থেকে বের করার হুকুম দেবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান