মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং:
রিকাক অধ্যায়
বুদ্ধিমান নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য আমল করে
৭. হযরত শাদ্দাদ ইবন আওস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য আমল করে। পক্ষান্তরে দুর্বল ব্যক্তি নিজের নফসের আনুগত্য করে আল্লাহর উপর ভরসা স্থাপন করে। (তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الرقاق
عَنْ أَبِي يَعْلَى شَدَّادِ بْنِ أَوْسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ ، وَالْعَاجِزُ ، مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ، وَتَمَنَّى عَلَى اللَّهِ » (رواه الترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আখিরাতের জীবনের কামিয়াবীর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়ার সাফল্য অর্জন করার জন্য মানুষ যখন তার বিশ্রাম ত্যাগ করে দিনরাত পরিশ্রম করে, তখন আখিরাতের যিন্দেগীর কামিয়াবীর জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হবে তা চিন্তা করার প্রয়োজন রয়েছে। আখিরাতের সুখ-শান্তি এবং দুঃখ-কষ্ট মানুষ ইহজীবনে দেখতে পায় না। তাই মানুষ তার প্রবৃত্তির প্ররোচনায় পরজীবনের কথা ভুলে চোখের সামনে অবস্থিত দুনিয়ার সুখ-শান্তি লাভ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে। দুনিয়ার লক্ষ্য অর্জন করার জন্য নফ্স মানুষকে বার বার উদ্বুদ্ধ করে এবং কোন কোন ক্ষেত্রে ভুল এবং গলদ রাস্তা অবলম্বন করতে বাধ্য করে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি নফসের এ জাতীয় প্ররোচনা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি দুনিয়া ও আখিরাতের যিন্দেগীর তুলনামূলক বিচার করে থাকেন এবং চিরস্থায়ী যিন্দেগীর কামিয়াবীর জন্য নিজেকে যথাসাধ্য চেষ্টা-সাধনায় নিয়োজিত করেন।
যে ব্যক্তি নফসের হুকুমের তাঁবেদারী করে, আল্লাহর হুকুমের অবাধ্যতা করে এবং সম্পূর্ণ বিপরীত ফল লাভের জন্য আশা করে, সে বস্তুত চূড়ান্ত পর্যায়ের বোকামী করে। দুনিয়ার যিন্দেগীতে যে আল্লাহকে ভয় করে না এবং আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের নফসের হুকুমকে বেশি গুরুত্ব প্রদান করে, সে কি করে আশা করতে পারে যে, আখিরাতের জীবনে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। প্রত্যেককেই আল্লাহ তা'আলার রহমতের আশা করতে হবে। কিন্তু নিজে নফসের তাঁবেদারী করে আল্লাহর রহমতের আশা নিয়ে বসে থাকা বোকামী ছাড়া কিছু নয়। মানুষ যাতে নফসের এই ধোঁকায় না পড়ে তার জন্য উক্ত হাদীসে নবী করীম ﷺ মানুষকে সতর্ক করে দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান