মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৬
রিকাক অধ্যায়
মৃত্যুকে অধিক স্মরণকারী ও অধিক প্রস্তুতি গ্রহণকারী ব্যক্তি সবচেয়ে জ্ঞানী
৬. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বিচক্ষণ? নবী ﷺ বললেন: যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী। তারা দুনিয়ার শরাফত ও ইযযত এবং আখিরাতের শ্রেষ্ঠত্ব ও কারামত লাভ করেছে। (তাবারানী)
کتاب الرقاق
عَنِ عَبْدُاللهِ ابْنِ عُمَرَ قَالَ : رَجُلٌ يَا نَبِيَّ اللَّهِ , مَنْ أَكْيَسُ النَّاسِ وَأَحْزَمُ النَّاسِ؟ قَالَ : « أَكْثَرَهُمْ ذِكْرًا لِلْمَوْتِ , وَأَشَدُّهُمُ اسْتِعْدَادًا لِلْمَوْتِ قَبْلَ نُزُولِ الْمَوْتِ , أُولَئِكَ هُمُ الْأَكْيَاسُ ذَهَبُوا بِشَرَفِ الدُّنْيَا وَكَرَامَةِ الْآخِرَةِ » (رواه الطبرانى فى معجم الصغير)
হাদীসের ব্যাখ্যা:
বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি নিজের পারিপার্শ্বিক অবস্থা ও ভবিষ্যত সম্পর্কে কখনো উদাসীন থাকতে পারে না। নির্বোধ ও অবিবেচক ব্যক্তি ভবিষ্যতের জন্য কখনো চিন্তা করে না; শুধুমাত্র বর্তমানের সুযোগ-সুবিধার অনুসন্ধানে নিজেকে মশগুল রাখে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের দুনিয়ার যিন্দেগী শেষ করে দেয়। মৃত্যুর দরজা দিয়ে আমরা আখিরাতের স্থায়ী যিন্দেগীতে পদার্পণ করি। মৃত্যু আমাদেরকে একথা স্মরণ করিয়ে দেয় যে, দুনিয়ার যিন্দেগীর যাবতীয় চাকচিক্য ও প্রলোভন আমাদেরকে কখনো বেঁধে রাখতে পারবে না। আখিরাতের পথে আমাদের যাত্রা অবশ্যই করতে হবে। আর যাত্রা যখন করতে হবে, তখন দীর্ঘ সফরের প্রস্তুতি। পাথেয় আমাদের সংগ্রহ করা উচিত। নবী করীম ﷺ এদিকের প্রতিই ইঙ্গিত করেছেন এবং এ ধরনের পাথেয় সংগ্রহকারীকে বিচক্ষণ ও বুদ্ধিমান আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)