মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১৩৮
ঈমান অধ্যায়
বেহেশত ও দোযখ সম্পর্কে একটি বিশেষ সতর্কবাণী
১৩৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জাহান্নামকে লালসা ও কুপ্রবৃত্তির দ্বারা এবং জান্নাতকে কষ্ট ক্লেশের দ্বারা ঢেকে বেষ্টন করা হয়েছে। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِِ» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
যে অবাধ্যতা বা মন্দ আমল মানুষকে দোজখের দিকে পরিচালিত করে তার মধ্যে নফসের সম্ভোগ অন্যতম। আনুগত্য যা মানুষকে জান্নাতের যোগ্য করে তা প্রবৃত্তির জন্য কষ্টদায়ক। তাই যে ব্যক্তি খাহেসে নফসের দ্বারা পরাজিত হয়ে মন্দ কাজ করবে বা অবাধ্য আচরণ করবে তার স্থান হবে জাহান্নাম। তার বিপরীত আল্লাহর যে বান্দাহ আল্লাহর আনুগত্য করার জন্য কষ্ট বরদাশত করবে এবং প্রবৃত্তির আকাঙ্খিত লহল ও লোভনীয় রাস্তার অনুসরণের পরিবর্তে আহকামে এলাহীর আনুগত্যেও মুজাহিদী যিন্দেগী যাপন করবে সে জান্নাতের মধ্যে তার স্থান তৈয়ার করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)