মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১৩৭
ঈমান অধ্যায়
জাহান্নাম সম্পর্কে উম্মতের প্রতি নবী করীম (ﷺ)-এর সতর্কবাণী
১৩৭. হযরত নো'মান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ "আমি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, আমি তোমাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি।" তিনি কথাটি বার বার বলতে থাকলেন। আমি (রাবী) যে স্থানে দাঁড়ায়ে রয়েছি, তিনি যতি সে স্থানে দাঁড়িয়ে তা বলতেন, তবে বাজারের লোকজন তা শুনতে পেত। এমনকি (তার অবস্থা এমন ছিল যে,) তার গায়ে যে কম্বল ছিল তা খসে তার পায়ের নিচে পড়ে গিয়েছিল।
کتاب الایمان
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ: «أَنْذَرْتُكُمُ النَّارَ، أَنْذَرْتُكُمُ النَّارَ، » فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ قَامَ فِي مَقَامِي هَذَا، سَمِعَهُ أَهْلُ السُّوقِ، وَحَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ. (رواه الدارمى)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষণের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে যে, বিশেষ অবস্থা সৃষ্টি হতো। সাহাবায়ে কেরাম হাদীস রেওয়ায়েত করার সময় সেই বিশেষ অবস্থান বর্ণনা প্রদান করতেন। নো'মান ইবনে বশির আলোচ্য হাদীস রেওয়ায়েত করার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অবস্থার বর্ণনা দান করে এ কথা বুঝাতে চেয়েছেন যে, আল্লাহর রাসুল (ﷺ) জাহান্নামকে এমন ভয়ংকর জ্ঞান করতেন।
বিঃ দ্রঃ সুসংবাদদানকারী হিসাবে নবী করীম (ﷺ) গোটা মানব জাতিকে সৎ কর্মের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন।
অনুরূপভাবে ভয় প্রদর্শনকারী হিসাবে মন্দকর্মের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি ভয় প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন। নবী করীম (ﷺ) -এর ইন্তেকালের পর এ ভয় প্রদর্শনের ও সুসংবাদ দানের যিম্মাদারী গোটা মুসলিম উম্মতের। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে তিনি উম্মতের উপস্থিত ব্যক্তিদেরকে অনাগত মানুষের কাছে তাঁর পয়গাম পৌঁছে দেয়ার হুকুম করেছেন।
দোযখের ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য যখন তিনি মানব জাতিকে আহ্বান করতেন তখন তিনি তাঁর পরিবেশকে ভুলে যেতেন এবং তাঁর মধ্যে এক বিশেষ অবস্থা সৃষ্টি হত। চাদর গা থেকে খসে পড়ার মধ্যে তাঁর ইঙ্গিত রয়েছে।
বিঃ দ্রঃ সুসংবাদদানকারী হিসাবে নবী করীম (ﷺ) গোটা মানব জাতিকে সৎ কর্মের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন।
অনুরূপভাবে ভয় প্রদর্শনকারী হিসাবে মন্দকর্মের ভয়াবহ পরিণতি সম্পর্কে তিনি ভয় প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন। নবী করীম (ﷺ) -এর ইন্তেকালের পর এ ভয় প্রদর্শনের ও সুসংবাদ দানের যিম্মাদারী গোটা মুসলিম উম্মতের। বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে তিনি উম্মতের উপস্থিত ব্যক্তিদেরকে অনাগত মানুষের কাছে তাঁর পয়গাম পৌঁছে দেয়ার হুকুম করেছেন।
দোযখের ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য যখন তিনি মানব জাতিকে আহ্বান করতেন তখন তিনি তাঁর পরিবেশকে ভুলে যেতেন এবং তাঁর মধ্যে এক বিশেষ অবস্থা সৃষ্টি হত। চাদর গা থেকে খসে পড়ার মধ্যে তাঁর ইঙ্গিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)