মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩৬
ঈমান অধ্যায়
জাহান্নামীরা কাঁদবে
১৩৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: হে মানুষ! তোমরা কাঁদ, যদি কাঁতে না পার তাহলে কাঁদার ভাব কর। জাহান্নামীরা জাহান্নামে এত কাঁদবে যে, তাদের চেহারার উপর অশ্রুর ধারা ঝর্ণার ন্যায় প্রবাহিত হবে, অশ্রু নিঃশেষিত হয়ে গেলে রক্তের ধারা প্রবাহিত হবে এবং তার চোখ জখম হবে। যদি তাতে (রক্ত ও পানিতে) নৌকা চালান হত তাহলে খুব চলত। -বাগাবীর: শারহুস-সুন্নাহ
کتاب الایمان
عَنْ أَنَسِ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، ابْكُوا، فَإِنْ لَمْ تَسْتَطِيْعُوْا فَتَبَاكَوْا؛ فَإِنَّ أَهْلَ النَّارِ يَبْكُونَ فِى النَّارِ حَتَّى تَسِيلَ دُمُوعُهُمْ فِي وُجُوهِهِمْ كَأَنَّهَا جَدَاوِلُ حَتَّى تَنْقَطِعَ الدُّمُوعُ فَتَسِيلَ الدِّمَاءُ، فَتَقْرَحَ الْعُيُونَ، فَلَوْ أَنَّ سُفُنًا أُجْرِيَتْ فِيهِ لَجَرَتْ» (رواه البغوى فى شرح السنة)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের উদ্দেশ্য হল একথা বর্ণনা করা যে, জাহান্নামের শাস্তি এমন মারাত্মক হবে যে, চোখ অশ্রুপাত করে অশ্রুর ভান্ডার শেষ করবে তখন রক্ত অশ্রু হয়ে ঝড়বে এবং অবিরাম অশ্রুপাতের কারণে চোখ আহত হবে। তাই সেই ভয়ঙ্কর শাস্তি অবিরাম অশ্রুপাত এবং রক্তের অশ্রুর ধারা থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে নিজের জীবনে ভয়ভীতির সঞ্চার করা এবং অশ্রুপাত করা। অপর একই হাদীসে বলা হয়েছে-

لن ‌يلج ‌النار ‌من ‌بكى ‌من ‌خشية الله عز وجل حتى يعود اللبن في الضرع

আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে সে কখনও দোযখে যাবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন করা আর যদি ক্রন্দন না করা যায় তাহলে ক্রন্দনের অবস্থা সৃষ্টি করা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম বিশেষ। জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ লাভ করা এটা এক বিশেষ আমল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান