মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩৫
ঈমান অধ্যায়
এক বিন্দু যাক্কুম সারা দুনিয়ার উপায় উপকরণ বিনষ্ট করতে সক্ষম
১৩৫. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তিলাওয়াত করলেন: "আল্লাহকে ভয় কর, যতটা ভয় তাঁকে করা উচিত এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না" (সূরা আলে-ইমরানঃ ১০২)। রাসূল (ﷺ) বললেন, এক বিন্দু যাক্কুম দুনিয়াতে পতিত হলে সারা দুনিয়াবাসীর জীবন ধারণের উপায় উপকরণ বিনষ্ট করে দিত, এটা যার খাদ্য হবে তার অবস্থা কি হবে? -তিরমিযী
کتاب الایمان
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ هَذِهِ الآيَةَ: {اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ} قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ فِي دَارِ الدُّنْيَا لأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعَايِشَهُمْ، فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ؟. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামীন যে সব কষ্টদায়ক খাদা তৈরী করেছে তার মধ্যে যাক্কুম অন্যতম। জাহান্নামের খাদ্য তালিকার মধ্যে হামীম, গাস্সাক, গিসলীন, যাকুম, কাঁটাযুক্ত ঘাস প্রভৃতি রয়েছে। কোন খাদ্য জাহান্নামীর ক্ষুধা দূর করবে না। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে তারা এসব কষ্টদায়ক ও অপমানজনক খাদ্য গ্রহণ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান