মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১৩৪
ঈমান অধ্যায়
এক মশক গাস্সাক সারা পৃথিবীকে দুর্গন্ধময় করতে সক্ষম
১৩৪. হযরত আবু সায়ীদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: চামড়ার এক মশক গাস্সাক (দোযখীদের ক্ষত থেকে নির্গত পুঁজ) দুনিয়াতে ছড়িয়ে দেয়া হয় তাহলে তা সারা দুনিয়াকে দুর্গন্ধময় করে ফেলবে। তিরমিযী
کتاب الایمان
عَنْ اَبِىْ سَعِيْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَنَّ دَلْوًا مِنْ غَسَّاقٍ يُهْرَاقُ فِي الدُّنْيَا لأَنْتَنَ أَهْلَ الدُّنْيَا. (رواه الترمذى)