মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩৩
ঈমান অধ্যায়
জাহান্নামের সাপ ও পোকা-মাকড়ের বিষক্রিয়া চল্লিশ বছর স্থায়ী হবে
১৩৩. হযরত আবদুল্লাহ ইবনুল-হারিস ইবনে জাযই (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জাহান্নামের মধ্যে সাপ রয়েছে যা বুখতী উটের মত বৃহদাকার। এগুলোর বিষ এত ভয়ংকর যে, এর একটি কোন জাহান্নামীকে ছোবল মারলে সে তার বিষক্রিয়া ৪০ বছর পর্যন্ত ভুগতে থাকবে। অনন্তর জাহান্নামের মধ্যে এমন বিষাক্ত বিছা রয়েছে যা পিঠে গদি আঁটা খচ্চরের ন্যায় বৃহদাকার। এর কোন একটি কোন জাহান্নামীকে কামড় দিলে সে তার বিষক্রিয়া ৪০ বছর পর্যন্ত ভোগ করবে। -মুসনাদে আহমাদ
کتاب الایمان
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي النَّارِ حَيَّاتٍ كَأَمْثَالِ الْبُخْتِ، تَلْسَعُ إِحْدَاهُنَّ اللَّسْعَةَ فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيفًا، وَإِنَّ فِي النَّارِ عَقَارِبَ كَأَمْثَالِ الْبِغَالِ الْمُوكَفَةِ، تَلْسَعُ إِحْدَاهُنَّ اللَّسْعَةَ، فَيَجِدُ حَمْوَتَهَا أَرْبَعِينَ خَرِيْفًا» (رواه احمد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান