মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩২
ঈমান অধ্যায়
শাস্তির তারতম্য অনুযায়ী দোযখীদের শ্রেণীবিভাগ
১৩২. হযরত সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ তাদের (দোযখীদের) মধ্যে কতেকের পায়ের গোছা পর্যন্ত আগুন স্পর্শ করবে, কতেকের হাটু পর্যন্ত আগুন স্পর্শ করবে, কতেকের কোমড় পর্যন্ত আগুন স্পর্শ করবে এবং কতেকের কণ্ঠনালী পর্যন্ত আগুন স্পর্শ করবে। -মুসলিম
کتاب الایمان
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْزَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى تَرْقُوَتِهِ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

অপরাধের তারতম্য অনুযায়ী শাস্তির মাত্রারও তারতম্য হবে। ন্যায় ইনসাফের দাবী হল হালকা অপরাধের জন্য হালকা শাস্তি এবং গুরুতর অপরাধের জন্য গুরুতর শাস্তি। জাহান্নামের আগুন স্বল্প অপরাধী ব্যক্তির পায়ের গিঠ পর্যন্ত স্পর্শ করবে আর তাতেই তার মগজ ফুটতে থাকবে। আগুন কতক লোকের জানু পর্যন্ত আবার কতকের কোমর পর্যন্ত স্পর্শ করবে। আবার কতক লোকের আযাব আরও বেশী হবে এবং আগুন তাদের ঘাড় পর্যন্ত স্পর্শ করবে এবং এতে তাদের অবস্থা বর্ণানাতীত শোচনীয় হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান