মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩১
ঈমান অধ্যায়
জাহান্নামীকে দুনিয়ার জীবনে আরাম ও জান্নাতিকে দুনিয়ার জীবনে কষ্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ
১৩১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন এক জাহান্নামীকে (জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে) হাযির করা হবে, যে দুনিয়ার মধ্যে আরাম-আয়েশে ছিল। অতঃপর তাকে একবার আগুনে চুবানি দেয়ার পর বলা হবে, হে আদম সন্তান! তুমি কি কখনও ভাল অবস্থা দেখেছ? আরাম-আয়েশ কি কখনো তোমার কাছে পৌঁছেছে? সে বলবে, হে রব! আল্লাহর কসম। কখনো না। অতঃপর এমন এক জান্নাতীকে হাজির করা হবে, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশী দুঃখ-কষ্টে ছিল। তাকে একবার জান্নাতে ডুবানোর পর জিজ্ঞাসা করা হবে: হে আদম সন্তান! তমি কখনো কি দুঃখ-কষ্ট দেখেছ? কখনো কি কঠিন অবস্থা তোমার উপর এসেছে? সে বলবে, হে প্রভু। আল্লাহর শপথ! কখনো দুঃখ-কষ্ট আমার উপর আসেনি এবং কখনো কঠিন অবস্থা দেখিনি। মুসলিম
کتاب الایمان
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً، ثُمَّ يُقَالُ: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا، مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ، فَيُقَالُ لَهُ: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ، وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ " (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

জাহান্নামের আযাব এত কঠিন ও মারাত্মক যে, তার এক ঝলক সারা জীবনের আরাম আয়েশ মানুষের অন্তর থেকে অন্তর্নিহিত হয়ে যাবে। অপর পক্ষে জান্নাতের আরাম আয়েশ এমন অতলনীয় যে, তাতে পদার্পণ করার সাথে সাথে মানুষ সারাজীবনের দুঃখ কষ্ট ভুলে যাবে।

বিঃদ্রঃ মুসীবত মানুষের অতীত আরাম আয়েশ ও প্রাচুর্যকে ভুলিয়ে দেয়। কিয়ামতের দিনটা খুব কঠিন ও বিপদসঙ্কুল হবে। জাহান্নামের সামান্য স্বাদ গ্রহণের পর জাহান্নামীদের মনে হবে তার দুনিয়ার জীবন সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে কিংবা দুনিয়াতে সে কোনদিন প্রাচুর্য ও সুখ-শান্তির মুখ দেখেনি। অপরপক্ষে জান্নাতের সুখ-শান্তিও প্রাচুর্য এত বেশী হবে যে, জান্নাতী ব্যক্তি মনেই করতে পারবে না, সে কোনদিন দুঃখ-কষ্টের মধ্যে ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান