মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১৩০
ঈমান অধ্যায়
আগুনের জুতা ও ফিতা দোযখের সবচেয়ে হালকা আযাব
১৩০. হযরত নু'মান ইবেন বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দোযখবাসীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব ভোগকারী হবে সেই ব্যক্তি-যার জুতা ও জুতার ফিতা আগুনের হবে। তাতে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন, (চুলার উপর) কড়াই ফুটতে থাকে। তার চেয়ে বেশী আযাব অন্য কেউ আছে তা সে ভাবতেও পারবে না। অথচ তাদের সকলের মধ্যে তার আযাব হবে সবচেয়ে হালকা। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلَانِ وَشِرَاكَانِ مِنْ نَارٍ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِ الْمِرْجَلُ، مَا يَرَى أَنَّ أَحَدًا أَشَدُّ مِنْهُ عَذَابًا وَإِنَّهُ لَأَهْوَنُهُمْ عَذَابًا» (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান