মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১২৮
ঈমান অধ্যায়
প্রত্যেকে স্বতন্ত্রভাবে আল্লাহকে দেখবে
১২৮. আবু রাযীন আল-উকাইলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বল্লাম, হে আল্লাহর রাসূল (ﷺ) কিয়ামতের দিন আমাদের প্রত্যেক ব্যক্তি কি স্বতন্ত্রভাবে তার প্রভুকে দেখতে পাবে? তিনি বললেন, হাঁ। আমি বলালাম, তার কি কোন নিদর্শন আছে? তিনি বললেনঃ হে আবু রাযীন। তোমাদের প্রত্যেকে কি পূর্ণিমার চাঁদ স্বতন্ত্রভাবে দেখে না? আমি বললাম, হাঁ। তিনি বললেন: চাঁদ আল্লাহর সৃষ্টির মধ্যে একটি এবং আল্লাহর সর্বাধিক মহিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী। -আবু দাউদ
(বিঃদ্রঃ চাঁদকে যেরূপ একযোগে মানুষ দেখতে পাবে অনুরূপ আল্লাহকেও প্রত্যেক মানুষ দেখতে পাবে।)
(বিঃদ্রঃ চাঁদকে যেরূপ একযোগে মানুষ দেখতে পাবে অনুরূপ আল্লাহকেও প্রত্যেক মানুষ দেখতে পাবে।)
کتاب الایمان
عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَكُلُّنَا يَرَى رَبَّهُ مُخْلِيًا بِهِ يَوْمَ الْقِيَامَةِ، قَالَ بَلَى قُلْتُ وَمَا آيَةُ ذَالِكَ ؟ قَالَ: يَا أَبَا رَزِينٍ، أَلَيْسَ كُلُّكُمْ يَرَى الْقَمَرَ لَيْلَةَ الْبَدْرِ مُخْلِيًا بِهِ قَالَ: بَلَى، قَالَ: «فَإِنَّمَا هُوَ خَلْقٌ مِنْ خَلْقِ اللَّهِ وَاللَّهُ أَجَلُّ وَأَعْظَمُ» (رواه ابو داؤد)