মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১১৫
ঈমান অধ্যায়
তিন প্রকারের লোক শাফা'আত করবেন
১১৫. হযরত উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন তিন পর্যায়ের লোক শাফা'আত করবেন, আম্বিয়ায়ে বিরাম, অতঃপর আলিমগণ, অতঃপর শহীদগণ। ইবনে মাজা
کتاب الایمان
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الشُّهَدَاءُ "(رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের অর্থ এ নয় যে, উল্লিখিত তিনশেণীর লোক ছাড়া আর কেউ শাফা'আত করতে পারবেন না। বরং তার অর্থ হল বিশেষভাবে এ তিনশ্রেণীর লোকই শাফা'আত করবেন। তাদের ছাড়াও কোন কোন সালেহ বান্দাহ শাফা'আত করার অনুমতি লাভ করবেন। কোন কোন হাদীসে বলা হয়েছে যে, ছোট সন্তান মাতা-পিতার শাফা'আত করবে এবং নেক আমলও আমলকারীর জন্য সুপারিশ করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)