মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১১২
ঈমান অধ্যায়
আন্তরিকতাসহকারে কালেমা পাঠকারীদের শাফা'আত
১১২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আমার শাফা'আত এমন লোকদের নসীব হবে যারা আন্তরিকতা সহকারে কালেমা পাঠ করেছিল। -বুখারী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ، أَوْ نَفْسِهِ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের অর্থ পূর্ববর্তী হাদীসের অনুরূপ। শিরকের রোগে আক্রান্ত ব্যক্তি শাফা'আত থেকে কোন ফায়দা হাসিল করতে পারবে না। যদি কোন ব্যক্তি শিরক থেকে পাক-পবিত্র থাকে অন্য কোন ধরনের গুনাহ তার দ্বারা সংঘটিত হয় তাহলে রাসূলুল্লাহ (ﷺ)-এর শাফা'আত থেকে ফায়দা হাসিল করতে পারবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান