মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১১১
ঈমান অধ্যায়
শাফা'আতের সুযোগ গ্রহাণকারী নবী (ﷺ)
১১১. হযরত আওফ ইবেন মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার প্রভুর নিকট থেকে একজন আগমনকারী এসেছেন এবং আল্লাহ্ তা'আলা আমাকে দু'টো জিনিসের একটা কবুল করার এখতিয়ার দিয়েছেন। আমার উম্মতের অর্ধেককে জান্নাত দান করা কিংবা আমাকে শাফা'আতের সুযোগ দেয়, আমি শাফা'আতের সুযোগ গ্রহণ করেছি এবং যে লোক আল্লাহর সাথে কোনরূপ শিরক না করে মৃত্যুবরণ করেছে তার জন্য আমার সুপারিশ হবে। -তিরমিযী, ইবনে মাজা
کتاب الایمان
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ، فَاخْتَرْتُ الشَّفَاعَةَ، وَهِيَ لِمَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا. (رواه الترمذى وابن ماجه)