মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১১০
ঈমান অধ্যায়
যাদেরকে জাহান্নামী বলা হবে
১১০. হযরত ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার সুপারিশের ফলে আমার উম্মতের একদল লোককে জাহান্নাম থেকে বের করে আনা হবে এবং তাদরকে জাহান্নামী বলা হবে।-বুখারী
کتاب الایمان
عَنْ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَخْرُجُ قَوْمٌ مِنْ اُمَّتِىْ مِنَ النَّارِ بِشَفَاعَتِىْ يُسَمَّوْنَ الجَهَنَّمِيِّينَ» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
জাহান্নাম থেকে পরিত্রাণ লাভকারীদেরকে জাহান্নামী উপাধি প্রদান করার মধ্যে কোনরূপ অবজ্ঞা বা অবমাননা থাকবে না। বরং এ ধরনের সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের প্রেম ও ভালবাসার ইঙ্গিত থাকবে। তাতে তারা আনন্দিত হবে।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)