মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১০৭
ঈমান অধ্যায়
কিয়ামতের দিন নবী (ﷺ) পুলসিরাত, মীযান ও হাওযের নিকটে উপস্থিত থাকবেন
১০৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, কিয়ামতের দিন কি তিনি আমার জন্য শাফা'আত করবেন? তিনি বললেন: তা করব। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেনঃ যখন তুমি প্রথমবার আমাকে খুঁজবে তখন পুলসিরাতের কাছে খুঁজবে। আমি বললাম, সিরাতে যদি আপনার সাথে সাক্ষাৎ না পাই। নবী (ﷺ) বললেন: তাহলে মীযানের কাছে খুঁজবে। আমি বললাম, মীযানের কাছে যদি আপনার সাক্ষাৎ না পাই। তিনি জবাব দিলেন: তাহলে হাওযে কাওসারের কাছে আমাখে খুঁজবে। কেননা আমি ঐ সময় এ তিন স্থান ছাড়া কোথাও যাব না। তিরমিযী
کتاب الایمان
عَنْ أَنَسٍ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْفَعَ لِي يَوْمَ القِيَامَةِ، فَقَالَ: «أَنَا فَاعِلٌ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ؟ قَالَ: «اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ». قَالَ: قُلْتُ: فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ؟ قَالَ: «فَاطْلُبْنِي عِنْدَ المِيزَانِ». قُلْتُ: فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ المِيزَانِ؟ قَالَ: «فَاطْلُبْنِي عِنْدَ الحَوْضِ فَإِنِّي لَا أُخْطِئُ هَذِهِ الثَّلَاثَ المَوَاطِنَ» (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

নবী (ﷺ) তাঁর উম্মতের জন্য শাফাআত করবেন। হাশরের ময়দানের তিনটি গুরুত্বপূর্ণ স্থান যথা সিরাত, মীযান এবং হাওযে কাওসার ছেড়ে তিনি কোথাও যাবেন না। শাফা'আত প্রত্যাশীগণ এ তিন স্থানের কোন একটিতে তাঁর সাক্ষাৎ লাভ করতে পারবেন। আল্লাহ তা'আলার অনুমতিসহ তিনি উম্মতের মুক্তির জন্য সুপারিশ করবেন। আশা করা যায় আল্লাহ্ তাঁর প্রিয় নবীর সুপারিশ কবুল করবেন। "হে আল্লাহ্! নবীর উম্মত হিসেবে আমাদের মৃত্যু দান কর এবং কিয়ামতের দিন তার শাফা'আত লাভের সৌভাগ্য দাও।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান