মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১০৬
ঈমান অধ্যায়
সর্বাধিক সংখ্যক পানকারী নবীর হাওযে পৌছবে
১০৬. হযরত সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক নবীর একটি করে হাওয রয়েছে, তাঁদের মধ্যে কার নিকট বেশী সংখ্যক পানকারী আগমন করে তা নিয়ে তাঁরা গর্ববোধ করবেন। আমি নিশ্চিত আশা করি আমার নিকট সর্বাধিক সংখ্যক পানকারী আগমন করবে। তিরমিযী
کتاب الایمان
عَنْ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوْضًا وَإِنَّهُمْ لَيَتَبَاهَوْنَ أَيُّهُمْ أَكْثَرُ وَارِدَةً، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ وَارِدَةً» (رواه الترمذى)