মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১০৪
ঈমান অধ্যায়
নবী করীম (ﷺ) হাওযে কাওসারে প্রথম পৌছবেন এবং যাদেরকে তাড়িয়ে দেওয়া দেয়া হবে
১০৪. হযরত সাহল ইবনে সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি তোমাদের আগেই হাওযে কাওসারে পৌছব। যে ব্যক্তি আমার কাছে আসবে সে পান করবে, যে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। কিছু লোক আমার কাছে পৌছবে, আমি তাদেরকে চিনব, তারা আমাকে চিনবে। অতঃপর তাদের ও আমার মাঝে পরদা ঢেলে দেয়া হবে। আমি বলব, তারা আমারই লোক। কিন্তু বলা হবে, তুমি জান না, তোমার ইন্তেকালের পর তারা কি উদ্ভাবন করেছে। আমি বলব, তারা ধ্বংস হোক, ধ্বংস হোক যারা আমার পর (দিনের মধ্যে) পরিবর্তন সাধন করেছে। বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي فَرَطُكُمْ عَلَى الحَوْضِ، مَنْ مَرَّ عَلَيَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، سَيَرِدَنَّ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ فَأَقُولُ إِنَّهُمْ مِنِّي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ: سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي» (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে এ সংবাদ প্রদান করা হয়েছে যে, হাওযে কাওসারের নিকট কিছু লোককে আল্লাহর রাসূল (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করতে দেয়া হবে না। কিন্তু তারা কে তা নিরূপণ করা কঠিন বা তারা কোন শ্রেণীর লোক তা অবগত হওয়া খুবই দুরূহ। এটা খুঁজে বের করাও আমাদের জন্য জরুরী নয়। আমাদের জন্য খাস সবক হল যে আমরা যদি হাওযে কাওসারের নিকট আল্লাহর রাসূল (ﷺ)-এর সাক্ষাৎ করার প্রত্যাশী হই তাহলে আল্লাহর রাসূল (ﷺ)-এক প্রবর্তিত দীনকে খুব দৃঢ়ভাবে আকড়ে ধরা উচিত এবং তাতে কোনরূপ রদবদল করা অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)