মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১০৩
ঈমান অধ্যায়
হাওযে কাওসারের পানি যে পান করবে সে পিপাসা বোধ করবে না
১০৩. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার হাওযের (একপ্রান্ত থেকে অপর প্রান্তের বা চতুর্দিকের) দূরত্ব এক মাসের এবং তার কোনসমূহ সমান, তার পানি দুধের চেয়ে বেশী সাদা, তার খোশবু মেশক থেকেও অধিক এবং তার পাত্র আসমানের সিতারার ন্যায় (অসংখ্য)। যে লোক তা থেকে পান করবে সে কখনো পিপাসা বোধ করবে না। বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ عَبْدِ اللَّهِ بْنُ عَمْرٍو: قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، وَزَوَايَاهُ سَوَاءٌ مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ المِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ يَشْرَبُ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا» (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান