মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১০১
ঈমান অধ্যায়
উম্মতে মুহাম্মদীর ৭০ হাজার লোক বিনা হিসাবে বেহেশতে যাবে
১০১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি: আমার রব আমার সাথে ওয়াদা করেছেন যে, আমার উম্মাতের ৭০ হাজার ব্যক্তিকে বিনা হিসাবে ও শাস্তি ছাড়াই জান্নাতে দাখিল করবেন। উল্লেখিত (সত্তর হাজারের) প্রতি হাজারের সাথে আরো ৭০ হাজার (বিনা হিসাবে বেহেশতে যাবে) এছাড়াও আমার রবের মুষ্ঠির তিন মঠো পরিমাণ লোক বিনা হিসাবে বেহেশতে যাবে। মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে মাজা
کتاب الایمان
عَنْ أَبِىْ أُمَامَةَ ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «وَعَدَنِي رَبِّي أَنْ يُدْخِلَ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعِينَ أَلْفًا، لَا حِسَابَ عَلَيْهِمْ، وَلَا عَذَابَ، مَعَ كُلِّ أَلْفٍ سَبْعُونَ أَلْفًا، وَثَلَاثُ حَثَيَاتٍ مِنْ حَثَيَاتِ رَبِّي عَزَّ وَجَلَّ» (رواه احمد والترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
দুই হাত পূর্ণ করে কোন জিনিস প্রদান করা হলে আরবী ভাষায়...... বলা হয়, উর্দু বা হিন্দীতে যে প্রতিশব্দ ব্যবহার করা হয় তার অর্থ হল কানায় কানায় পরিপূর্ণ। হাদীসের অর্থ হল আল্লাহ তা'আলা ওয়াদা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর উম্মতের ৭০ হাজার মানুষকে বিনা হিসাব এবং কোনরূপ আযাব ছাড়া বেহেশতে প্রবেশ করতে দেবেন। অনুরূপভাবে বিনা হিসাব এবং কোনরূপ আযাব ছাড়াই প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার উম্মতী জান্নাতে প্রবেশ করবে। এছাড়াও আল্লাহ্ তা'আলা তার খাস রহমতের দ্বারা তিনবার আখেরী নবীর উম্মতের বিপুল সংখ্যক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দেবেন।
سبحانك وبحمدك يا ارحم الراحمين
একমাত্র তখন এ ধরনের হাদীসের পূর্ণ হাকীকত উন্মোচিত হবে যখন এসব জিনিস বাস্তবতঃ এবং প্রকৃতপক্ষে চোখের সামনে সংঘঠিত হবে। আমাদের জ্ঞান এবং বোধশক্তি এত ত্রুটিপূর্ণ যে কোন কোন সময় সংবাদপত্রে প্রকাশিত কোন কোন বিষয় আমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হই
صدق ربنا عز وجل
وما أوتيتم من العلم إلا قليلا
এ হাদীসে যে সুসংবাদ প্রদান করা হয়েছে তা এ উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু খাস মেহেরবানী। আখেরী নবীর উম্মতকে আল্লাহ্ তা'আলা যে ভালবাসেন তার ইঙ্গিত আলোচ্য হাদীসে রয়েছে। বিনা হিসাব এবং বিনা আযাব বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য তারা হাসিল করবেন যারা আল্লাহ ও তার রাসূলের তরীকা মোতাবেক যিন্দেগী পরিচালনা করেছেন এবং আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। এ দুর্লভ সৌভাগ্য সম্ভবতঃ তারা হাসিল করবেন যারা দুনিয়ার যিন্দেগীতে বাতিলের সামনে মাথা নত করেন নি, আখিরাতের বিনিময়ে দুনিয়া লাভ করেন নি বরং তার বিপরীত আখিরাতের জন্য দুনিয়া কুরবান দিয়েছেন এবং তাগুতের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছেন। আল্লাহ আমাদেরকে এ সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন।
سبحانك وبحمدك يا ارحم الراحمين
একমাত্র তখন এ ধরনের হাদীসের পূর্ণ হাকীকত উন্মোচিত হবে যখন এসব জিনিস বাস্তবতঃ এবং প্রকৃতপক্ষে চোখের সামনে সংঘঠিত হবে। আমাদের জ্ঞান এবং বোধশক্তি এত ত্রুটিপূর্ণ যে কোন কোন সময় সংবাদপত্রে প্রকাশিত কোন কোন বিষয় আমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হই
صدق ربنا عز وجل
وما أوتيتم من العلم إلا قليلا
এ হাদীসে যে সুসংবাদ প্রদান করা হয়েছে তা এ উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু খাস মেহেরবানী। আখেরী নবীর উম্মতকে আল্লাহ্ তা'আলা যে ভালবাসেন তার ইঙ্গিত আলোচ্য হাদীসে রয়েছে। বিনা হিসাব এবং বিনা আযাব বেহেশতে প্রবেশ করার সৌভাগ্য তারা হাসিল করবেন যারা আল্লাহ ও তার রাসূলের তরীকা মোতাবেক যিন্দেগী পরিচালনা করেছেন এবং আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। এ দুর্লভ সৌভাগ্য সম্ভবতঃ তারা হাসিল করবেন যারা দুনিয়ার যিন্দেগীতে বাতিলের সামনে মাথা নত করেন নি, আখিরাতের বিনিময়ে দুনিয়া লাভ করেন নি বরং তার বিপরীত আখিরাতের জন্য দুনিয়া কুরবান দিয়েছেন এবং তাগুতের বিরুদ্ধে সারা জীবন জিহাদ করেছেন। আল্লাহ আমাদেরকে এ সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)