মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৯২
ঈমান অধ্যায়
আল্লাহর সামনে উপস্থিতি ও আমলের হিসাব নিকাশ: একটি খেজুরের টুকরা দিয়ে হলেও নিজেকে রক্ষা কর
৯২. হযরত আদী ইবনে হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের প্রত্যেকের সাথে তার রব কথা বলবেন। তার রব ও তার মধ্যে কোন দোভাষী থাকবে না এবং কোন অন্তরালও থাকবে না। অতঃপর সে ডানদিকে দৃষ্টি নিক্ষেপ করে কেবল নিজের কৃতকর্মই দেখতে পাবে। অতঃপর সে বামদিকে দৃষ্টিপাত করবে। কিন্তু নিজের কৃতকর্ম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। অতঃপর সে সম্মুখের দিকে দৃষ্টি ফেলবে কিন্তু তার চেহারার সামনে আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। অতএব এক টুকরো খেজুর দিয়ে হলেও তোমরা আগুন থেকে নিজেদের রক্ষা কর। -বুখারী ও মুসলিম
کتاب الایمان
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আখিরাতের আগুন থেকে বাঁচবার জন্য সদকা প্রদান করতে বলা হয়েছে। যদি সদকা দেয়ার জন্য এক টুকরা শুকনা খেজুর ছাড়া কিছু না পাওয়া যায়, তাহলে তা দান করে দোযখের আগুন থেকে আত্মরক্ষা করার প্রয়োজন রয়েছে। কুরআন মজীদ এবং হাদীস শরীফে কিয়ামতের হিসাব-নিকাশ, সেখানকার ভয়াবহ দৃশ্য এবং দোযখের আযাবের যে উল্লেখ রয়েছে তার উদ্দেশ্য হল, মানুষকে সাবধান করা যাতে মানুষ তা থেকে বাঁচবার জন্য চিন্তা-ভাবনা করে। আলোচা হাদীসের শেষাংশে এ উদ্দেশ্য সুস্পষ্টভাবে উল্লিখিত হয়েছে। যেসব হাদীসের উদ্দেশ্য উল্লেখিত হয়নি সেসব হাদীসের উদ্দেশ্য তা-ই বুঝতে হবে। এ ধরনের যাবতীয় আয়াত এবং হাদীস থেকে এ সবকটা আমাদের গ্রহণ করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান