মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৯১
ঈমান অধ্যায়
মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে
৯১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে কোন ব্যক্তি মৃত্যুর পর নিজ নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হবে। সাহাবীগণ বললেনঃ হে আল্লাহর রাসূল! কেন তারা অনুতপ্ত ও লজ্জিত হবে ? তিনি বললেন: নেককার ব্যক্তি কেন অধিক পরিমাণে ভালো কাজ করে নি তার জন্য এবং মন্দ ব্যক্তি কেন মন্দ কাজ থেকে বিরত থাকেনি তার জন্য আক্ষেপ করবে। -তিরমিযী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَحَدٍ يَمُوتُ إِلَّا نَدِمَ»، قَالُوا: وَمَا نَدَامَتُهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنْ كَانَ مُحْسِنًا نَدِمَ أَنْ لَا يَكُونَ ازْدَادَ، وَإِنْ كَانَ مُسِيئًا نَدِمَ أَنْ لَا يَكُونَ نَزَعَ» (رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান