মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৯০
ঈমান অধ্যায়
কিয়ামতের দিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করা হবে
৯০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন মানুষকে তিন দলে ভাগ করে উঠান হবে। একদল পদব্রজে চলবে অপরদল সাওয়ারীতে চলবে এবং অন্য দল কপাল হেঁচড়িয়ে (উপুড় হয়ে) চলবে। জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল! তারা কিভাবে কপাল হেঁচড়িয়ে চলবে? তিনি বললেনঃ যে আল্লাহ তাদেরকে পদব্রজে চলার সামর্থ দিয়েছেন তিনি তাদেরকে কপাল হেঁচড়িয়ে চালাতে পূর্ণ সক্ষম। তারা কপাল হেঁচড়িয়ে প্রতিটি উঁচু-নীচু পথ ও কাটা থেকে নিজেদের রক্ষা করবে।-তিরমিযী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ ثَلاَثَةَ أَصْنَافٍ: صِنْفًا مُشَاةً، وَصِنْفًا رُكْبَانًا، وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ، قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ؟ قَالَ: إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ، أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে তিনশ্রেণীর উল্লেখ করা হয়েছে। হাদীসের ব্যাখ্যাকারীগণ তার ব্যাখ্যা করেছেন যে, পদব্রজে গমনকারীগণ সাধারণ মুসলমান, সোয়ারীতে গমনকারীগণ সম্মানিত ব্যক্তিবর্গ এবং আল্লাহর নেক বান্দাগণ দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। প্রথম থেকেই তাদেরকে স্বাগতম জানান হবে। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যারা চেহারার উপর চলবে বা উপুড় হয়ে কপাল হেঁচড়িয়ে চলবে এসব বদ-নসিব ব্যক্তি দুনিয়ার যিন্দেগীতে আম্বিয়া আলাইহিস সালামের তালিম ও হেদায়াত মোতাবেক সহজ সরল পথে জীবন পরিচালনা করতে অস্বীকার করেছে। তারা মৃত্যু পর্যন্ত নবীদের তরীকার বিপরীত যিন্দেগী যাপন করেছে। কিয়ামতের দিন তাদের প্রথম শাস্তি হবে চেহারার উপর চলতে বাধ্য করা হবে। যেরূপ দুনিয়ার যিন্দেগীতে পদব্রজে গমনকারীগণ পায়ের সাহায্যে উঁচু-নীচু এবং রাস্তার কাটা পরিহার করে চলে। সেরূপ এসব বদনসিব ব্যক্তি কিয়ামতের দিন চেহারা বা কপালের সাহায্যে পথের কাটা এবং অসুবিধা দূর করে চলবে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগীতে মানুষ পায়ের সাহায্যে যেসব জিনিস করে থাকে কিয়ামতের দিন এসব অপরাধী মুখ, চেহারা এবং মাথার দ্বারা সে কাজ করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান