মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮৮
ঈমান অধ্যায়
পৃথিবীর বুকে মানুষ ভাল-মন্দ যে কাজই করে কিয়ামতের দিন যমীন এ সম্পর্কে সাক্ষ্য দেবে
৮৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূরা যিলযাল-এর আয়াত "কিয়ামতের দিন যমীন তার খবর প্রদান করবে" তিলাওয়াত করলেন, অতপর বললেন: তোমরা কি জান যমীনের খবর প্রদানের অর্থ কি? সাহাবায়ে কিরাম বললেন: আল্লাহ ও তাঁর রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন: তাঁর খবর প্রদানের অর্থ হল, পৃথিবীর উপর প্রত্যেক বান্দা ও বান্দী যে আমল করেছে সে সম্পর্কে যমীন সাক্ষদান করবে যে, সে আমার উপর অমুক অমুক দিন এরূপ কাজ করেছে। অতঃপর তিনি বললেন: এটাই হল যমীনের খবর। -মুসনাদে আহমদ, তিরমিযী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَذِهِ الْاٰيَةَ {يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا} قَالَ: أَتَدْرُونَ مَا أَخْبَارُهَا؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: فَإِنَّ أَخْبَارَهَا أَنْ تَشْهَدَ عَلَى كُلِّ عَبْدٍ أَوْ أَمَةٍ بِمَا عَمِلَ عَلَى ظَهْرِهَا أَنْ تَقُولَ: عَمِلَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا، قَالَ: فَهَذِهِ أَخْبَارُهَا. (رواه احمد والترمذى)
হাদীসের ব্যাখ্যা:
যমিনের যে অংশের উপর যে কোন কাজ সম্পন্ন করা হোক না কেন সেই অংশ সে কাজ সংরক্ষিত করে। কিয়ামত পর্যন্ত তা সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে সাক্ষ্য হিসেবে তা পেশ করা হবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনের লাঞ্ছনা থেকে হিফাযত করুন। অতীতে এ ধরনের বিষয়ের উপর ঈমান আনা ঈমানদার ব্যক্তিদের জন্য কোন কঠিন ছিল না। এবং বর্তমান কালে রেকর্ডার প্রভৃতির আবিষ্কার এ ধরনের বিষয়ের উপর ঈমান আনা আরও সহজ করে দিয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)