মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৭৬
ঈমান অধ্যায়
দাফনের পর মৃতের জন্য ক্ষমা প্রার্থনা এবং সাওয়াল জাওয়াবের সময় দৃঢ়পদ থাকার দু‘আ করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ
৭৬. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ বিন মু'আয (রা) ইন্তেকাল করলে আমরা রসুলুল্লাহ (সা)-এর সাথে তাঁর জানাযায় গেলাম। নবী (সা) যখন তাঁর জানাযা পড়লেন অতঃপর তাঁকে কবরে রাখা হল এবং কবরকে সমান করা হল, তখন তিনি দীর্ঘক্ষণ সুবহানাল্লাহ পড়লেন এবং আমরাও সুবহানাল্লাহ পড়লাম। অতঃপর তিনি আল্লাহু আকবার বললেন এবং আমরাও আল্লাহু আকবার বললাম। বলা হল, হে আল্লাহর রাসূল! আপনি কেন তাসবীহ অতঃপর তাকবীর পাঠ করলেন? তিনি বললেন : আল্লাহর এই নেকবান্দার জন্য তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, অতঃপর আল্লাহ এই সংকীর্ণতা দূর করে তা প্রশস্ত করে দিয়েছেন। -মুসনাদে আহমদ
کتاب الایمان
عَنْ جَابِرِ ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ حِينَ تُوُفِّيَ، قَالَ: فَلَمَّا صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُضِعَ فِي قَبْرِهِ وَسُوِّيَ عَلَيْهِ، سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَبَّحْنَا طَوِيلًا، ثُمَّ كَبَّرَ فَكَبَّرْنَا، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ سَبَّحْتَ؟ ثُمَّ كَبَّرْتَ؟ قَالَ: «لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الْعَبْدِ الصَّالِحِ قَبْرُهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ عَنْهُ» (رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
সা'দ ইবনে মু'আয আনসারী (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর মশহুর এবং বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি তার গোত্রের নেতা ছিলেন এবং তাঁর ইসলাম গ্রহণের পর তাঁর সম্পূর্ণ খান্দান ইসলাম গ্রহণ করেন। তাঁকে নবী (সা) সাইয়্যেদুল আনসার (আনসারদের নেতা) খেতাব দান করেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের অন্যতম ছিলেন। ওহোদের যুদ্ধেও তিনি অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন। খন্দকের যুদ্ধে তিনি আহত হন এবং একমাস পর ইন্তেকাল করেন (৫ম হিজরী)। অপর এক হাদীসে রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ ৭০ হাজার ফেরেশতা তাঁর জানাযায় শরীক হয়েছিল এবং আসমানের দরজাসমূহ তাঁর জন্য খুলে দেয়া হয়েছিল। তা সত্ত্বেও সাময়িকভাবে কবর তাঁর জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমাদের মত সাধারণদের কি পরিণতি হবে একটু চিন্তা করা দরকার। তাই কবরের আযাব থেকে বাঁচার জন্য সৎ আমলের সঙ্গে দিনরাত দোয়া করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)