মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৭৭
ঈমান অধ্যায়
মহানবী (ﷺ)-এর এক ভাষণে কবরের আযাবের কথা শুনে সাহাবাগণ চিৎকার দিয়ে উঠলেন
৭৭. হযরত আসমা বিনতে আবী বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভাষণ দিতে দাঁড়ালেন। এতে তিনি ঐ ভীষণ পরীক্ষার কথা উল্লেখ করলেন, মৃত ব্যক্তি কবরে যে পরীক্ষার সম্মুখীন হয়। তিনি যখন এর উল্লেখ করলেন, তখন মুসলমানগণ (ভীত-সন্ত্রস্ত হয়ে) চীৎকার করতে লাগলেন। -বুখারী
کتاب الایمان
عَنْ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ قَالَتْ : «قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ القَبْرِ الَّتِي يَفْتَنُ فِيهَا المَرْءُ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ المُسْلِمُونَ ضَجَّةً» (رواه البخارى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান