মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৫৮
ঈমান অধ্যায়
ওয়াসওয়াসার বিরুদ্ধে সংগ্রাম খালেস ঈমান
৫৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় সাহাবী তাঁর কাছে এসে বললেনঃ আমরা কোন কোন সময় অন্তরে এমন জিনিসের কল্পনা করি যা আমাদের কারও পক্ষে প্রকাশ করা ভারী অন্যায় এবং খবু কঠিন মনে হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমরা কি তা অনুভব করে থাক? তাঁরা বললেন, হাঁ। তিনি বললেন: এতো খালেস ঈমান। -মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ، قَالَ: «وَقَدْ وَجَدْتُمُوهُ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «ذَاكَ صَرِيحُ الْإِيمَانِ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

ওয়াসওয়াসা মুমিন ব্যক্তিকে বিচলিত করে। সে তার ঈমান এবং আমলের যাচাই করা শুরু করে। মন্দ চিন্তাকে তার অন্তর থেকে মুছে ফেলে দেয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। মনের কলুষতার জন্য ওয়াসওয়াসার সৃষ্টি হয় না, বরং ওয়াসওয়াসার উদ্ভব হওয়ার কারণে মুমিন ব্যক্তির অন্তরে মন্দকে প্রতিরোধ করার এক দুর্বার শক্তি সৃষ্টি হয়। এ কারণেই নবী করীম (ﷺ) মুমিনের অন্তরের সংগ্রাম ও সংঘর্ষকে খালেস ঈমান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান