মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৫৭
ঈমান অধ্যায়
কল্পনা প্রকাশ করার চেয়ে পুড়ে কয়লা হয়ে যাওয়া অধিক শ্রেয়
৫৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমার মনে কোন কোন সময় এমন নিকৃষ্ট চিন্তার উদয় হয় যা প্রকাশ করার চেয়ে পুড়ে কয়লা হয়ে যাওয়া আমার কাছে অধিক প্রিয়। আল্লাহর রাসূল বলেন: আল্লাহর প্রশংসা, যিনি তার ব্যাপারটিকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছেন। -আবু দাউদ
کتاب الایمان
عَنِ ابْنِ عَبَّاسٍ اَنَّ النَّبِيَّ -صَلَّى اللَّه عليه وسلم جاءه رجل فقال انى احدث نفسى بالشيى لَأَن يَكُون حُمَمَةً أحَبُّ إِليه من أن اَتَكَلَّمَ به، قَالَ الحمد للَّه الذي رَدَّ اَمْرَهُ إِلىَ الْوَسْوَسَةِ" (رواه ابو داؤد)

হাদীসের ব্যাখ্যা:

ওয়াসওয়াসার দ্বারা মু'মিন ব্যক্তি পথভ্রষ্ট এবং বিপথগামী না হওয়াতে নবী করীম (ﷺ) আল্লাহর শোকরিয়া আদায় করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান