মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৪৯
ঈমান অধ্যায়
অভিশাপ ও ভর্ৎসনাকারী এবং মন্দবাক্য প্রয়োগকারী মুমিন নয়
৪৯. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন ব্যক্তি না অভিসম্পাতকারী, না ভর্ৎসনাকারী, না অশ্লীল বাক্য প্রয়োগকারী, আর না মন্দ বাক্য উচ্চারণকারী হতে পারে। -তিরমিযী, বায়হাকী
کتاب الایمان
عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ، وَلَا الْفَاحِشِ الْبَذِيءِ " (رواه الترمذى والبيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
মন্দ কথা বলা, অশ্লিল বাক্য প্রয়োগ করা এবং কুৎসা রটনা করা জঘন্য অভ্যাস পরিহার করা আমাদের কর্তব্য।
[বিঃ দ্রঃ যে অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করে সে বস্তুতঃ অন্যের সম্মান হানি করে এবং সমাজের মধ্যে বিবাদ-বিসম্বাদ সৃষ্টি করে। সে বস্তুতঃ এমন এক শত্রু যার শত্রুতার বিরুদ্ধে কোনরূপ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। প্রকাশ্য দুশমনের তলোয়ারে আঘাতকে সহজে প্রতিরোধ করা যায় বা তার আঘাত থেকে নিজেকে রক্ষা করা যায়। কিন্তু ভর্ৎসনাকারীর আক্রমণ থেকে আবরু-ইযযত রক্ষা করা কঠিন।
অনুরূপভাবে মানুষের অমঙ্গল কামনাকারীও সমাজের শত্রু। অশ্লীল ও মন্দবাক্য প্রয়োগকারী মানুষের মনে আঘাত প্রদান করে। তাই ঈমানের সঙ্গে কখনও এ ধরনের মন্দ স্বভাব একত্রিত হতে পারে না। এ ধরনের গর্হিত আচরণ ঈমানের বিপরীত। বস্তুতঃ ঈমানদার ব্যক্তি অনুপম চরিত্র ও আখলাকের অধিকারী। নবী করীম (ﷺ) উপরোক্ত হাদীসে এ কথার প্রতিই ইঙ্গিত করেছেন।
[বিঃ দ্রঃ যে অন্যের বিরুদ্ধে কুৎসা রটনা করে সে বস্তুতঃ অন্যের সম্মান হানি করে এবং সমাজের মধ্যে বিবাদ-বিসম্বাদ সৃষ্টি করে। সে বস্তুতঃ এমন এক শত্রু যার শত্রুতার বিরুদ্ধে কোনরূপ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। প্রকাশ্য দুশমনের তলোয়ারে আঘাতকে সহজে প্রতিরোধ করা যায় বা তার আঘাত থেকে নিজেকে রক্ষা করা যায়। কিন্তু ভর্ৎসনাকারীর আক্রমণ থেকে আবরু-ইযযত রক্ষা করা কঠিন।
অনুরূপভাবে মানুষের অমঙ্গল কামনাকারীও সমাজের শত্রু। অশ্লীল ও মন্দবাক্য প্রয়োগকারী মানুষের মনে আঘাত প্রদান করে। তাই ঈমানের সঙ্গে কখনও এ ধরনের মন্দ স্বভাব একত্রিত হতে পারে না। এ ধরনের গর্হিত আচরণ ঈমানের বিপরীত। বস্তুতঃ ঈমানদার ব্যক্তি অনুপম চরিত্র ও আখলাকের অধিকারী। নবী করীম (ﷺ) উপরোক্ত হাদীসে এ কথার প্রতিই ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)