মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৫০
ঈমান অধ্যায়
মুমিন ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না
৫০. হযরত সাফওয়ান ইবনে সুলাইমান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলো, মুমিন ব্যক্তি কি কাপুরুষ হতে পারে? তিনি বললেন: হাঁ। তাঁকে পুনরায় জিজ্ঞাসা করা হল, মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে? তিনি বললেনঃ হাঁ। অতঃপর তাঁকে জিজ্ঞাসা করা হল, মুমিন ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে? তিনি বললেন: না। -মুয়াত্তা ইমাম মালিক, বায়হাকী শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ صفْوَانَ بْنِ سُلَيْمٍ، أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ قَالَ: " نَعَمْ " قِيلَ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ قَالَ: " نَعَمْ " فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: " لَا " (رواه مالك والبيهقى فى شعب الايمان مرسلا)
হাদীসের ব্যাখ্যা:
কাপুরুষতা ও কৃপণতা খুবই নিন্দনীয় চারিত্রিক দোষ। কামিল ঈমানের অধিকারী ব্যক্তি এ ধরনের দোষ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। আল্লাহ্ ও তাঁর রাসূলের মহব্বতে অনুপ্রাণিত ঈমানদারগণ কাপুরুষ এবং কৃপণ হতে পারে না। তবে মানবীয় দুর্বলতার কারণে কোন কোন ক্ষেত্রে এ ধরনের দোষও মুমিন ব্যাক্তির ভিতর পাওয়া যেতে পারে। কিন্তু মিথ্যা বলা এমন এক অপরাধ যা কোন ভাবেই তার চরিত্রে স্থান পেতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)