মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৪৭
ঈমান অধ্যায়
ঈমান বিনষ্টকারী আমল ও আখলাক
৪৭. হযরত বাহয ইবনে হাকীম (রা) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদা মু'আবিয়া ইবনে হায়দা কাশিরীর সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাগ এবং ক্রোধ ঈমানকে এমনভাবে নষ্ট করে দেয়, যে রূপ ঘৃতকুমারী মধুকে নষ্ট করে। -বায়হাকী শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
বস্তুত ক্রোধ ঈমান বিনষ্টকারী। যখন ক্রোধ কারও উপর প্রভাব বিস্তার করে তখন সে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে। রাগের মাথায় সে এমন কথা বলে এবং এমন কাজ করে যা তার দীন ধ্বংস করে দেয়। তার ফলশ্রুতিতে আল্লাহর দৃষ্টিতে সে মর্যাদাহীন হয়ে যায়।
(বিঃ দ্রঃ যেরূপ মধু ও ঘৃতকুমারী দুটি বিপরীতধর্মী জিনিস, ঠিক সেরূপ ঈমান ও রাগ দুটি বিপরীত জিনিস। দু'টো বিপরীতধর্মী জিনিস কখনও একস্থান বা একপাত্রে থাকতে পারে না। সুতরাং মুমিন ব্যক্তির দিলে ঈমান ও ক্রোধ একত্রে থাকতে পারে না। তাই দুর্বল মুহূর্তে শয়তানের প্ররোচনায় মনের মধ্যে রাগের সঞ্চার হলে তা দ্রুত দূর করা অবশ্য কর্তব্য। রাগের সময় অযু করা, আল্লাহর সমীপে ইস্তেগফার করা এবং খুব বেশী দুরূদ পাঠ করা উচিৎ।
(বিঃ দ্রঃ যেরূপ মধু ও ঘৃতকুমারী দুটি বিপরীতধর্মী জিনিস, ঠিক সেরূপ ঈমান ও রাগ দুটি বিপরীত জিনিস। দু'টো বিপরীতধর্মী জিনিস কখনও একস্থান বা একপাত্রে থাকতে পারে না। সুতরাং মুমিন ব্যক্তির দিলে ঈমান ও ক্রোধ একত্রে থাকতে পারে না। তাই দুর্বল মুহূর্তে শয়তানের প্ররোচনায় মনের মধ্যে রাগের সঞ্চার হলে তা দ্রুত দূর করা অবশ্য কর্তব্য। রাগের সময় অযু করা, আল্লাহর সমীপে ইস্তেগফার করা এবং খুব বেশী দুরূদ পাঠ করা উচিৎ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)