মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৪৬
ঈমান অধ্যায়
আমানতহীন ব্যক্তি ঈমানহীন, প্রতিশ্রুতিহীন ব্যক্তি দীনহীন
৪৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের এমন কোন ভাষণ দেন নি, যাতে তিনি বলেন নি। যার মধ্যে আমানতদারী নেই, তার ঈমান নেই এবং যার মধ্যে প্রতিশ্রুতি নেই তার দীন নেই। -বায়হাকী শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ أَنَسٍ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ، وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
যে আমানতদারী এবং প্রতিশ্রুতি রক্ষা করে না সে যে দীন এবং ঈমানের হাকীকত থেকে বঞ্চিত তা তার প্রমাণ। আমানতের হেফাযত এবং প্রতিশ্রুতি রক্ষা করা ঈমান ও ইসলামের অপরিহার্য দিক। পূর্ববর্তী বিভিন্ন হাদীসের ন্যায় আলোচ্য হাদীসের উদ্দেশ্য একথা ঘোষণা করা নয় যে, আমানত ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি দীন ইসলামের সীমানা থেকে বিলকুল বের হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে কুফুরী করার আইন প্রয়োগ করা হবে। বরং এ ধরনের ব্যক্তি যে ঈমানের আসল হাকীকত এবং নূর থেকে বঞ্চিত তা উল্লেখ করাই হল উদ্দেশ্য। বলা বাহুল্য এ ধরনের ব্যক্তির ঈমান ত্রুটিযুক্ত এবং নিষ্প্রাণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)