মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৪২
ঈমান অধ্যায়
উত্তম চরিত্রবান ব্যক্তি উত্তম ঈমানের অধিকারী
৪২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলমানদের মধ্যে অধিক উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি অধিক পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী। -আবু দাউদ, দারেমী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا» (رواه ابو داؤد والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
ঈমানের পরিপূর্ণতা উত্তম আখলাকের উপর নির্ভরশীল। যার চরিত্র যত উন্নত তার ঈমান তত কামিল। বিষয়টি এভাবেও বলা যেতে পারে যে, উত্তম চরিত্র কামিল ঈমানের অবশ্যম্ভারী ফলশ্রুতি। তাই যে ব্যক্তির ঈমান যতটুকু পরিপূর্ণ তার আখলাক আনুপাতিক ভাবে ততটুকু উন্নত। এটা মোটেই গ্রহণযোগ্য নয় যে, বান্দাহ ঈমানের হাকীকত অর্জন করেছে অথচ তার আখলাক সৌন্দর্য মণ্ডিত হয়নি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)