মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৩৮
ঈমান অধ্যায়
পারস্পরিক মহব্বত ছাড়া মুমিন হওয়া যায় না
৩৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত বেহেশতে যেতে পারবে না এবং তোমরা পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি বিষয় সম্পর্কে বলব না, যা কার্যকর করলে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে? তা হচ্ছে তোমদের মধ্যে সালামের বহুল প্রচলন কর। -মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
উপরে বর্ণিত বিভিন্ন হাদীস থেকে আমরা জ্ঞাত হয়েছি যে, ঈমানের পরিপূর্ণতার জন্য খুবই জরুরী হল যে বান্দাহ দুনিয়ার তামাম জিনিসের চেয়ে আল্লাহ, তাঁর রাসূল (ﷺ) এবং তাঁর মনোনীত দীন ইসলামের সাথে ভালবাসা পোষণ করবে, আল্লাহ ছাড়া যাকে এবং যে বস্তুকে সে ভালবাসবে তাও যেন একমাত্র আল্লাহ তা'আলার জন্য এবং তার উদ্দেশ্য হবে, তার অন্তর স্বার্থপরতা থেকে পাক-পবিত্র থাকবে এবং যে জিনিস সে নিজের জন্য পছন্দ করবে না তা অন্যের জন্যও পছন্দ করবে না।
আলোচ্য হাদীস থেকে এ কথা জানা গেল যে, ঈমানের দাবীদার সমাজ ও জাতির ঈমানের পরিপূর্ণতার জন্য পারস্পরিক মহব্বত ও ভালবাসা খুবই অপরিহার্য। যদি তাদের দিল পারস্পরিক ভালবাসা শূণ্য হয়, তাহলে বুঝতে হবে যে, তা ঈমানের খায়র ও বরকত এবং ফল থেকে সম্পূর্ণ বঞ্চিত।
আলোচ্য হাদীস থেকে এ কথা জানা গেল যে, ঈমানের দাবীদার সমাজ ও জাতির ঈমানের পরিপূর্ণতার জন্য পারস্পরিক মহব্বত ও ভালবাসা খুবই অপরিহার্য। যদি তাদের দিল পারস্পরিক ভালবাসা শূণ্য হয়, তাহলে বুঝতে হবে যে, তা ঈমানের খায়র ও বরকত এবং ফল থেকে সম্পূর্ণ বঞ্চিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)