মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৩৭
ঈমান অধ্যায়
পারস্পরিক সম্পর্ক, ভালবাসা ও শত্রুতা আল্লাহর জন্য
৩৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবূ যার (রা)-কে জিজ্ঞেস করলেন; বল তো ঈমানের কোন বন্ধনটি সবচেয়ে মযবুত (অর্থাৎ ঈমানের শাখাসমূহের মধ্যে কোন শাখাটি অধিক মযবুত ও স্থায়ী)? আবূ যার (রা) বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-ই তা অধিক ভলো জানেন। রাসূল (ﷺ) বললেন: আল্লাহর জন্য পরস্পরিক সম্পর্ক ও সহযোগিতা, আল্লাহর জন্য ভালবাসা এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা। -বায়হাকী: শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِأَبِي ذَرٍّ: " أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟ " قَالَ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: " الْمُوَالَاةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

ঈমানদার ব্যক্তির আমল ও অবস্থা তখনই স্থায়ী ও প্রাণবন্ত হতে পারে যখন তার লেন-দেন, কাজকর্ম, প্রেম-ভালবাসা এবং শত্রুতা প্রবৃত্তির আহ্বানের পরিবর্তে স্রষ্টার আদেশের আনুগত্যের ভিত্তিতে হয়ে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান