মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৩০
ঈমান অধ্যায়
ঈমানের পরিপূর্ণ উপাদান এবং বিশেষ শর্তাবলী
৩০. হযরত আব্বাস ইবনে আবদিল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি আল্লাহকে নিজের প্রতিপালক, ইসলামকে নিজের দীন এবং মুহাম্মাদ (ﷺ)-কে নিজের রাসূল ও পথপ্রদর্শক রূপে গ্রহণ করে সন্তুষ্ট সে ঈমানের স্বাদ পেয়েছে। -মুসলিম
کتاب الایمان
عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «ذَاقَ طَعْمَ الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) তিনটি জিনিসের কথা উল্লেখ করেছেন। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মদ (ﷺ)-কে রাসূল হিসেবে কবুল করে কেবল সেই ঈমানের পরিপূর্ণ স্বাদ লাভ করতে পারে। এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) ঈমান ও ইসলামের এক পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন। বাহ্যিক অর্থে প্রথম শর্ত হিসেবে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করা এবং জীবনের সকল ক্ষেত্রে তাঁকে রব ও ইলাহ্ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে। দ্বিতীয় শর্ত হিসাবে ইসলামী শরী'আতের যাবতীয় হুকুম-আহকাম পালন করার কথা বলা হয়েছে। ইসলামকে দীন হিসাবে গ্রহণ করার অর্থ হচ্ছে মুমিন ব্যক্তির জীবনের সকল দিক ও বিভাগকে ইসলামী হুকুম-আহকামের অধীন করা। তৃতীয় শর্ত হিসেবে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জীবনের সকল ক্ষেত্রে পদপ্রদর্শক হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)